মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সি-ইন-সি জাহাঙ্গীর চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজয়মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস ও বীর মুক্তিযোদ্ধা পান্টু সাহা।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাঙালিদের ইতিহাসে দ্বিতীয় কলঙ্ক জনক অধ্যায় ৩রা নভেম্বর ।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের এই চারজন মহান নেতাকে ষড়যন্ত্রমূলক হত্যা বাঙালির ইতিহাসে আজীবন কলঙ্ক বয়ে বেড়াবে।
তাই আজকের প্রজন্মকে এই হত্যাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সকল মহান নেতাদের রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত আনবে এমন শক্তিকে প্রতিহত করার জন্য নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতো হবে ।
এছাড়াও আইন করে যুদ্ধ অপরাধিদের যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের রাজনীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।
তাহলে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার আত্মা পূর্ণ শান্তি পাবে।
সভায় বক্তারা আরও বলেন, বাঙালির স্মৃতিতে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী অমর হয়ে থাকবে। সবশেষে বক্তারা এই চার মহান নেতার আত্মার শান্তি কামনা ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ।
সভায় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ জহির, আরাফাতুল মান্নান ঝিনুক, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম চৌধুরী, আমিন মুন্না, প্রণব চৌধুরী, মোহাম্মদ রায়হান, আসিফ হোসেন মিলাদ, জহির রায়হান অভি প্রমুখ ।