করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম।। শুধু তিনি নন, তার ছেলে ও স্ত্রীর নমুনার ফলও পজিটিভ এসেছে। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন সোনু নিজেই।
ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় সোনু নিগম জানান, সপরিবারে তিনি এখন দুবাইয়ে। একটি শোয়ের শুটিংয়ে জন্য তার ভারতের ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে কোয়ারেন্টিনে থাকার কারণে তিনি যেতে পারবেন না।
তিনি বলেছেন, বেশ কয়েকবার পরীক্ষা করার পরেও তিনি পজিটিভ হয়েছেন। তার মৃদু উপসর্গ আছে।
তিনি আরও বলেছেন, আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বর্তমান ভ্যারিয়েন্টটি কিছুটা দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু, ভয় পাবেন না। আমার থিয়েটারের মানুষদের জন্য খারাপ লাগছে। চলচ্চিত্র নির্মাতাদের জন্য খারাপ লাগছে। কারণ গত ২ বছরে আমাদের সব কাজে করোনার প্রভাব পড়েছে।
এর আগে, প্রেম চোপড়া, দেলনাজ ইরানি, জন আব্রাহাম এবং স্ত্রী প্রিয়া রুঞ্চাল এবং প্রযোজক একতা কাপুরের করোনা শনাক্ত হয়।