আর্মড পুলিশ ৮ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, শনিবার দুপুরে ওই শিবিরের ই-৩ ব্লক থেকে তারা তার লাশ উদ্ধার করেন।
নিহত সৈয়দ আমীন (৪০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-৪ ব্লকের মুছা আলীর ছেলে। তিনি চাকমারকূল ২১ নম্বর শিবিরের সি-৪ ব্লকের সাব-মাঝি (সহকারী কমিউনিটি নেতা) ছিলেন।
এ বছরের জানুয়ারিতে তিনি নিখোঁজ হন। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে তিনজনকে আটক করে।
আটকরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা শিবিরের ই-৩ ব্লকের বাসিন্দা মো. সালামের ছেলে মোহাম্মদ ইসলাম (২২), শিবিরের একই ব্লকের মো. কাশেমের ছেলে আব্দুল মোনাফ (২৬) ও মোহাম্মদ সালামের ছেলে মো. ইলিয়াছ (২৮)।
পুলিশ সুপার বলেন, তিনজনকে আটকের পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে লাশ উদ্ধার করেন তারা। সৈয়দ আমীন নিখোঁজ হওয়ার পর আটককৃতরা মুক্তিপণ দাবি করেছিলেন বলে জানান পুলিশ সুপার।