ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে লরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষনিক যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
বুধবার (২৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বড়তাকিয়া ঝর্ণা রোডের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এসময় বাস ও লরি দুটিই সড়কের পাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ইউসুফ চৌধুরী জানান, যাত্রীবাহী বাসটি খৈয়াছড়া ঝর্নার রাস্তার মুখে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। এসময় বাসের পেছনে লরির ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে নিজামপুরসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ছিল। তাদের উদ্ধার করে হাসপতালে পাঠিয়েছে স্থানীয়রা।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, খবর শুনে দ্রুত পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি ২টি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।