চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ (১৫) ও হাফেজ মোহাম্মদ মোস্তাকিম (১৩) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় মোহাম্মদ রাহাত (১৫) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ এপ্রিল) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে উপজেলার নাজিরহাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইমামনগরস্থ রাজ্জাক বাড়ি নিবাসী মোহাম্মদ তৌহিদুল আলমের পুত্র আব্দুল্লাহ ও নাজিরহাট পৌরসভার ৫নংওয়ার্ডের দায়েম চৌধুরী বাড়ির মো. মনসুরের পুত্র মোস্তাকিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা মোটরসাইকেল নিয়ে সড়কে ইউটার্ন করার সময় পেছন থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয় কাউন্সিলর মওলানা মোহাম্মম এয়াকুব জানান, তারা সম্পর্কে খালাত ভাই এবং দুজনই মাদ্রাসা শিক্ষার্থী কোরআনে হাফেজ।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক রাকেশ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তিনজনকে আনা হলে আব্দুল্লাহ নামের একজন মারা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানোর পথে মোস্তাকিম নামের আরও একজন মারা যায়। আহত রাহাত নামে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় যাত্রীবাহী বাসটির ধাক্কায় দুজন মারা যায়।
বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।