চট্টগ্রাম সরকারি কলেজে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের উপগ্রুপের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওয়াহিদুল রহমান সুজন (২৪), মঈনুল ইসলাম(২০), তৌহিদুল করিম ইমন (২১), মো: জাহিদ (২০) ও আমিন ফয়সাল বিদ্যুৎ (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ক্যাম্পাসে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের দুটি উপগ্রুপ বেঞ্চে বসা নিয়ে সংঘর্ষের জড়ায়। এসময় উভয়পক্ষ লোহার রড ও ইটপাটকেল নিয়ে একে অন্যের উপর চড়াও হয়।
তবে চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম গণমাধ্যমকে জানান, বেঞ্চে পা তুলে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে চড়-থাপ্পরের ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত হয়নি। পরে আমরা নিজেরাই ঘটনার সমাধান করি। আর কিছু না।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়ালি উদ্দীন আকবর বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।