মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২, ২৮ রবিউস সানি, ১৪৪৭

যানজট নিরসনে কার্যকর ভূমিকা নেই প্রশাসনের : ডা. শাহাদাত

মুক্তি ৭১ ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়েছে সড়ক দুর্ঘটনাও। প্রতিদিন নগরীর বিভিন্ন স্পটে যানজট লেগে থাকে। যানজটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। অপরিকল্পিত বাসস্ট্যান্ডের কারণে নগরীর চার প্রবেশমুখ অবরুদ্ধ হয়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নগরীর প্রতিটি মোড়েই এক ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে। জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দুই দিন আগে সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া মোহরা কালুরঘাট এলাকায় একটি সুইডিশ প্রকল্প পরিদর্শনে চট্টগ্রামে এসেছিলেন। রাজকন্যার চলাচল ঘিরে নগরীতে রাজকীয় যানজটের সৃষ্টি হয়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী। কিন্তু চট্টগ্রামের প্রশাসনের যানজট নিরসনে কার্যকর কোন ভূমিকা নেই। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা না থাকা এবং ট্রাফিক পুলিশের অবহেলা ও চাঁদাবাজিই এর জন্য দায়ী।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ আজিজ এস্টেট প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপির সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

ডা. শাহাদাত হোসেন বলেন, অপরিকল্পিত নগরায়ন যানজটের অন্যতম কারণ। চট্টগ্রামে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নেই, নেই আইনের যথাযথ প্রয়োগ। অপর্যাপ্ত ও অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা। রয়েছে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাব। তাই যানজট নিরসনে নগরীতে বড় বাসের মতো গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

আবুল হাশেম বক্কর বলেন, ডামি ভোটে ক্ষমতায় এসে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে সরকারি দলের লোকজন। তারা রাস্তাঘাটে পর্যন্ত চাঁদাবাজি শুরু করেছে। দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক থেকে গণহারে চাঁদা আদায় করছে। আর এর প্রভাব ভোক্তার উপর পড়ছে। নির্বাচিত সরকার না থাকায় সুবিধাভোগীরাই এসব ফায়দা লুটছে। যতদিন পর্যন্ত অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে, ততদিন এ দুর্ভোগ ও সিন্ডিকেট জনগণের উপর চেপে বসবে।

আলহাজ্ব এম এ আজিজ বলেন, এই সরকার নির্বাচিত সরকার নয়, যার কারণে তাদেরকে কোথাও জবাবদিহি করতে হয় না। তাই সব কিছুর দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। দুর্নীতির আর্থিক দায় জনগণের কাঁধে চাপাতেই সবকিছুর মূল্য বৃদ্ধি করেছে সরকার। সবাইকে সরকারের এই গণবিরোধী দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজ্বী মো. হোসেন, যুব বিষয়ক সম্পাদক নেজাম উদ্দীন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক তাজ উদ্দীন, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবু বকর বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, অঙ্গ সংগঠনের শাহিদা খানম, আবদুর রহিম, সরওয়ার মোল্লা, মো. ইলিয়াছ, মো. আলাউদ্দিন, আরিফুর রহমান রাশেদ, মো. মামুন, মো. আসাদ, মাওলানা জয়নাল, ফাতেমা কাজল প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

কোন ভিত্তিতে জাতীয় নির্বাচন

জুলাই সনদ স্বাক্ষরের পর আগ্রহের কেন্দ্রে এখন জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে। কোন ভিত্তিতে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন- সেই প্রশ্ন এখন জনমনে। প্রধান

বিস্তারিত »

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি/ ফাইল ছবি রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত »

সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ: সালাহউদ্দিন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব এখন সেমিকন্ডাক্টর নির্ভর। তাইওয়ানে যদি যুদ্ধ হয়, গোটা পৃথিবীর অর্থনীতি থেমে যাবে। বাংলাদেশকে এখনই সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ

বিস্তারিত »

বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে খালেদা

বিস্তারিত »

ঘুষ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে ক্ষমতায় এলে  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘুষ একটি সামাজিক ব্যাধি, যা ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে ঘুষ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিস্তারিত »

গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে কেবল নির্বাচিত সরকার: দুদু

গত বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য

বিস্তারিত »

নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল 

যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের সংকট তত তাড়াতাড়ি কাটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই

বিস্তারিত »