সাতকানিয়া সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে আহবায়ক কমিটির এক সভা সমিতির কেরানীহাটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে শহীদুল ইসলাম বাবরকে (এনটিভি/ দৈনিক প্রতিদিনের সংবাদ) সভাপতি এবং মুহাম্মদ নাজিম উদ্দিনকে (ভোরের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি মো. নাছির (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সবুজ (দৈনিক সাঙ্গু), সহ-সম্পাদক তারেকুল ইসলাম (মানবজমিন), অর্থ সম্পাদক মিজানুর রহমান রুবেল (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন (আমাদের সময়) এবং মো. রমজান আলী (দৈনিক বাংলাদেশ টুডে/ভোরের আকাশ) দপ্তর সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া মামুন মুহাম্মদ (দৈনিক প্রথম আলো), মুহাম্মদ জাহাঙ্গীর আলম (দৈনিক কালের কণ্ঠ/আজাদী), মনজুর আলম (দৈনিক নয়া দিগন্ত), মো. হারুন অর রশিদ (জিটিভি), ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোণ), মো. শহীদুল ইসলাম (চাটগাঁর সংবাদ), নূরুল আমিন (ভোরের ডাক), জোবাইর বিন জিহাদী (দৈনিক বায়ান্ন) ও সৈয়দ জোনাইদ মুহাম্মদ হাবিব উল্লাহকে (দৈনিক ইনকিলাব) নির্বাহী সদস্য নির্বাচিত করা হয় ।