বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঁশখালী উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়। এতে মো. মনজুরুল আলমকে সভাপতি এবং এম ফারুক হোছাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
তিন বছর মেয়াদকালীন ২১ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিতে জাকের উল্লাহ, এনামুল হক ও সাইফুল আজমকে সহ সভাপতি, গিয়াস কামাল হায়দারকে যুগ্ম সম্পাদক, আব্দুর ছবুর ও সাদ্দাম হোসেন মানিককে সাংগঠনিক সম্পাদক, মুমু দাশ প্রান্তকে প্রচার সম্পাদক, আবদুল মান্নানকে দপ্তর সম্পাদক, রুবেল দত্তকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি মনজুরুল আলম বলেন, স্কুলজীবনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেছি। কলেজ, ইউনিয়ন, উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। জেলা নেতৃবৃন্দ আমার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চেষ্টা করবো সবাইকে নিয়ে সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করে নেতৃবৃন্দের আস্থার প্রতিদান দিতে।
একই দিনে সুমন দত্তকে সভাপতি ও শাহাবুদ্দিন রবিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাঁশখালী পৌরসভা শাখার তিন বছর মেয়াদি কমিটিও অনুমোদন দেন দক্ষিণ জেলা নেতৃবৃন্দ।