জাতীয় পার্টি এবারও বিরোধী দল হিসেবেই থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (২১ জানুয়ারি) রংপুরে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দল হবে রাজনৈতিক দল, কোনো গ্রুপকে বিরোধী দল করা উচিত হবে না। কারণ, স্বতন্ত্র হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, তাদের অনেকেই সরকার দলের পদ-পদবিতে রয়েছেন। অন্যরা সরকারের সমর্থনে হয়েছেন। কাজেই তারা বিরোধী দল হলে সরকারের সমালোচনা করবেন কীভাবে?
পণ্যের মূল্য বৃদ্ধিবিষয়ক এক প্রশ্নের উত্তরে জাপা চেয়ারম্যান বলেন, আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছিলাম। একমাত্র আমার সময়ে রমজান মাসেও মূল্য বৃদ্ধি হয়নি। বর্তমানে সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতি বেড়েছে। এ ব্যাপারে সরকারের কঠোর হওয়া প্রয়োজন।
তিন দিনের সফরে শনিবার নিজ নির্বাচনি এলাকা রংপুরে জি এম কাদের আজ রোববার দুপুরে সিটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমাদের ধান-চালের পর্যাপ্ত মজুদ রয়েছে, তারপরও কেন অযৌক্তিকভাবে দাম বাড়বে? জনগণ খুব কষ্টে আছে।