রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ, ১৪৩২, ২৮ রজব, ১৪৪৭

ধান কেটে নবান্ন উৎসবের শুরু দীঘিনালায়

মো. সোহেল রানা, দীঘিনালা

হেমন্ত ঋতুর পহেলা মাস কার্তিক। আর কার্তিকের শুরু থেকে ধান পাকতে শুরু করে।হেমন্ত ঋতু শীতের পূর্বাভাস হলেও আমাদের কৃষকের কাছে এ ঋতুর বেশি গুরুত্ব ফসল ঘরে তোলার মৌসুম হিসাবে। সে জন্য অগ্রহায়ণ ধান কাটার পুরোপুরি মৌসুম হলেও কার্তিকের শুরু থেকেই গ্রামের মাঠে মাঠে ধান কাটার দৃশ্য চোখে পড়ে। খাগড়াছড়ির দীঘিনালায় মহাসমারোহে শুরু হয়েছে তেমনি আমন ধান কাটা বা নবান্ন উৎসবের।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের বড়াদম গ্রামে উপজেলা প্রশাসন এই ধান কাটা ও নবান্ন উৎসবের আয়োজন করে।

মাঠে পাকা ধান কেটে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।

এ উপলক্ষ্যে স্থানীয় কৃষকদের নিয়ে এক উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমার সভাপতিত্বে এ উৎসবে কৃষকদের সাথে মতবিনিময় করেন ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম।

বর্তমান বৈশ্বিক সংকটকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পতিত জমিসহ চাষাবাদের জমিতে বেশি করে ফসল উৎপাদন ও বাড়ির আশপাশে শাক-সবজি আবাদ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘হেমন্তে নবান্নের দেশে নবান্নের ধানকাটা উৎসব চলছে গোটা উপজেলায়। রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এ উপজেলা নেতৃত্বের স্থানে আছে অনেক বছর ধরে। ফসল উৎপাদনেও দীঘিনালা খুবই সমৃদ্ধ একটি উপজেলা।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. এখতার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, মাইনী নদী প্রবাহিত এই উপজেলায় ধানের উৎপাদন অনেক বেশি। এই আমন মৌসুমে দীঘিনালা উপজেলায় ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ১৯ হাজার মেট্রিক টন যা গত বছরের চেয়ে ১ হাজার মেট্রিক টন বেশি।

তিনি বলেন, কিছু কিছু এলাকায় সেচ না পাওয়ায় কৃষকেরা চাষ করতে পারছে না। সেচ পেলে ধানের উৎপাদন অনেক বাড়বে। এবছর তামাক ছেড়ে ধান চাষ করেছে উল্লেখযোগ্য চাষী।

এ উপলক্ষ্যে বিভিন্ন ফসলের মাঠে মাঠে চলছে ধান কাটা, ধান মাড়াই, ধান শুকানো ও গোলায় ধান ভরার কাজ। নবান্ন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিভিন্ন স্থানে তৈরি করা হয় বাহারী রংয়ের পিঠা। ধান কাটার পর পরিবার ও আত্মীয় স্বজনের বাড়িতে চলে সামাজিক উৎসব।

এছাড়াও আমনের পাশাপাশি কালোজিরা, বিনা-১২ ও বিন্নি ধান চাষ করা হয় পাহাড়ি এ জনপদে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চট্টগ্রাম নগরে নিরাপত্তা জোরদার নির্বাচন সামনে রেখে 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।

বিস্তারিত »

‘ফ্যামিলি ফিউড’ সিজন-২, শুরু কবে? তাহসানের উপস্থাপনায় 

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। ‘বঙ্গ’ প্রযোজিত এই শো-এর সিজন ২ শুরু হতে যাচ্ছে ১৯ জানুয়ারি

বিস্তারিত »

দারুণ জয়ে শেষ আটে বার্সা, শেষ মুহূর্তে ইয়ামালের গোল 

অস্থির এক সপ্তাহের ইতি টেনেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে ২-০ ব্যবধানে হারিয়েছে অবনমনের ঝুঁকিতে থাকা লেভান্তেকে। গতকাল শনিবার রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয়ার্ধে

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজ হাতে মাকে

বিস্তারিত »