চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ চলছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে চবির শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ বিকালে সংঘর্ষে জড়ায়। বিবাদমান দুটি পক্ষ সাবেক সিটি মেয়র আজম নাছিরের অনুসারি সিক্সটি-নাইন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারি সিএফসি। এ সময়ে দুই পক্ষই উভয়ের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে চবি প্রক্টর নুরুল আজিম সিকদার জানান, ঘটনা শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। আমরাও যাচ্ছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিএফসি গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপ নামে ছাত্রলীগের দুটি গ্রুপ সক্রিয় রয়েছে। বিভিন্ন সময়ে এ দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সিএফসি গ্রুপের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইন গ্রুপের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু।