সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক, ১৪৩২, ২৭ রবিউস সানি, ১৪৪৭

ছয় শর্তে চবিতে শাটল ট্রেন ফের চালু

মুক্তি ৭১ প্রতিবেদক

ছয় শর্তে প্রায় দুইদিনেরও বেশিসময় বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। শাটল ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শিক্ষার্থীদের আহতের জেরে লোকোমাস্টারসহ (চালক) কয়েকজন কর্মচারীকে মারধরের জেরে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বৈঠকের পর ট্রেন চালাতে সম্মত হন সংশ্লিষ্টরা। এরপর দুপুর ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে যাত্রা করে শাটল ট্রেন।

এখন থেকে সূচি অনুযায়ী ট্রেন চালানো হবে বলে জানিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমাদের মিটিং হয়েছে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। ট্রেন চালকের ওপর হামলার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। আর ট্রেনের ছাদে যাতে কেউ উঠতে না পার, সে বিষয়ে প্রক্টর দেখবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।

জানা যায়, রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে রেলওয়ে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি কাজী আনোয়ারুল হক, রেলওয়ে কারিগর পরিষদের সাধারণ সম্পাদক এস কে বারী, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পাহাড়তলী শাখার সভাপতি ইকবাল আহমেদ, সম্পাদক গোলাম শাহরিয়ার ও রেলওয়ে গার্ডস কাউন্সিলের সভাপতি নূরুল আলম চৌধুরী।

এসময় রেলওয়ের কর্মচারীদের পক্ষ থেকে শাটল ট্রেন চালানোর জন্য ছয়টি শর্ত দেয়া হয়। এগুলো হল— পাহাড়তলী থেকে প্রতিটি ইঞ্জিন সঙ্গে রেলওয়ে পুলিশের (জিআরবি) কমপক্ষে চারজন সদস্য দেয়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে কর্মচারীদের প্রতিনিধি ও পুলিশ প্রশাসন মিলে বৈঠক করা ও যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে শিক্ষার্থী উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়, ছাত্রদের সচেতন করা এবং লোকমাস্টারদের লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

ফলপ্রসূ বৈঠকের পর রোববার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়া ট্রেনের ছাদে কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। ছাদে যাতে কেউ উঠতে না পারে সেজন্য রেলকর্মীরাও তৎপর ছিলেন। এসময় শিক্ষার্থীরা বলেন, বারবার দাবি জানানোর পরও শাটল ট্রেনের বগি এবং সূচি বাড়ানো হয়নি। ভিড়ের কারণে অনেক ছাত্র ছাদে উঠতে বাধ্য হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উর্মি রাণী মোহন্তী বলেন, বগিতে লাইট-ফ্যান নেই। বগির সংখ্যা যাতায়াতকারী শিক্ষার্থীর তুলনায় অনেক কম। আমরা বারবার বগি বাড়ানোর কথা বলেছি। ট্রেনের সূচি বাড়ানোর কথা বলেছি। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। এ বছর প্রচণ্ড গরম পড়ছে। যত ছাত্রছাত্রী সিটে বসে যেতে পারে, তার চেয়ে কয়েকগুণ শিক্ষার্থীকে দাঁড়িয়ে অথবা ফ্লোরে বসে যেতে হয়। অনেকে গরম আর ভিড়ের মধ্যে ঠাসাঠাসি সহ্য করতে পারে না। এজন্য ছাদে ওঠে।

এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গোমী চলন্ত শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তঃত ১৬ শিক্ষার্থী আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ট্রেনে থাকা লোকোমাস্টার জাহেদুল ইসলাম, সহকারী লোকোমাস্টার মইনুল ইসলাম পাটোয়ারী এবং গার্ড জহিরুল ইসলামকে মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একপর্যায়ে ট্রেন স্টেশনে রেখেই এই তিনজন পালিয়ে যান। এরপর থেকে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন লোকোমাস্টাররা।

এ অবস্থায় শুক্রবার ও শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল করেনি। রোববার সকালেও সূচি অনুযায়ী কোনো ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়নি। বেলা দেড়টায় ও আড়াইটায় ক্যাম্পাস থেকেও কোনো ট্রেন আসেনি।

এদিকে দুর্ঘটনার পর বৃহস্পতিবার রাতভর উত্তাল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্ররা বেরিয়ে মূল ফটক অবরুদ্ধ করে অবস্থান নেয়ার পাশাপাশি উপাচার্যের বাসভবন, পুলিশ ফাঁড়ি, শিক্ষক ক্লাব এবং পরিবহন দফতরে ঢুকে ভাংচুর করেন শিক্ষার্থীরা। এসময় বেশকিছু প্রাইভেট কার, অটোরিকশা, ট্রাক ভাংচুরের শিকার হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাদী হয়ে চাঁদা দাবি ও ভাংচুরের অভিযোগে দুটি মামলা দায়ের করেন। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানায় দায়ের হওয়া দুই মামলায় দায়ের সাতজনের করে নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

-মুক্তি৭১/জেআ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি/ ফাইল ছবি রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত »

মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা

দেশীয় ব্যান্ড সংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। রুপালি গিটার ফেলে চলে গেছেন, কিন্তু আজও আইয়ুব বাচ্চু প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে।

বিস্তারিত »

করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত

সরকার দেশের পোলট্রি খাত নিয়ন্ত্রণ করা করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত করার হুমকি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন

বিস্তারিত »

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

প্রাইমমুভার ও সিঅ্যান্ডএফ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর থেকে সব ধরনের পণ্য ও কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল

বিস্তারিত »

ইধিকার বিয়ের নিয়ে যা বললেন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। সেখানে একের

বিস্তারিত »

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ তথ্য দিয়েছেন

বিস্তারিত »

নিয়মিত জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলো ২৬ শিক্ষার্থী

কিশোরগঞ্জের মিঠামইনে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ২৬ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে মিঠামইন জিরো পয়েন্টে মহিষারকান্দি যুবসমাজের

বিস্তারিত »

দীপিকার বদলে আলিয়া

বলিউডের জনপ্রিয় মেগাবাজেট সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়ে ভালোই ব্যবসা করেছিল। সেই সাফল্যে ছবিটির সিক্যুয়াল তৈরি হচ্ছে। তবে কাজ শুরুর আগে শুরু হয় নায়িকা

বিস্তারিত »

সোমবার ইসরায়েলে যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফর নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন নেটওয়ার্ক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার

বিস্তারিত »