মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২, ১৭ জমাদিউস সানি, ১৪৪৭

‘ইন্দুবালা চুমুর হোটেল’

বিনোদন ডেস্ক

টলিউডের তারকা দম্পতি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছেলে ইউভানকে নিয়ে সুখের সংসার তাদের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ছিল রাজের ৪৮তম জন্মদিন। বিশেষ দিবসে স্ত্রীর পক্ষ থেকে চমক উপহারের সঙ্গে ছিল নানান আয়োজন। তবে নেটমাধ্যমে সকলের দৃষ্টি কেড়ে নিলো রাজ-শুভশ্রীর ঠোঁটে ঠোঁট রাখা স্থিরচিত্রটি।

মঙ্গলবার রাতে ডাইন আউটে গিয়েছিলেন এই তারকা জুটি। সঙ্গে তাদের বন্ধুরাও ছিলেন। সেখানে গিয়ে কেক কেটে রাজের জন্মদিন পালন করা হয়। সেই অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তাকে লাল শর্ট ড্রেসে এবং রাজকে কালো শার্ট ও প্যান্ট পরে থাকতে দেখা যায়।

ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন শুভশ্রী। সেখানে প্রথম ছবিতে তাদের গভীরভাবে চুম্বনরত অবস্থায় দেখা যায়। এরপর তাদের বাকি ছবিতে একে অন্যকে জড়িয়ে পোজ দিতে দেখা যায়। বিয়ের পর সাড়ে চার বছর কেটে গেলেও এখনও তাদের মধ্যে যে এতটুকু ভালোবাসা কমেনি সেটা তাদের ছবি দেখেই আঁচ করা যাচ্ছে।

এদিন ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, রাজ।’ অনেকেই সেখানে শুভেচ্ছা জানান পরিচালককে। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য কমেন্ট করেন, ‘পারফেক্ট।’ উষসী সেনগুপ্ত লেখেন, ‘গোলস।’ ঋতুপর্ণা সেনগুপ্তও ভালোবাসা জানান তাদের এই পোস্টে।

সোমবার মাঝরাত থেকেই রাজের জন্মদিন উদযাপন শুরু করেন শুভশ্রী। কেক কেটে উদযাপনের পাশাপাশি রাজকে জড়িয়ে ধরে গালে ভালোবাসার চুমু এঁকে দেন অভিনেত্রী। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট লেখেন ‘শুভ জন্মদিন রাজ, আমি জানি এই পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমিই কারণ আমি তোমায় আমার জীবনে পেয়েছি। তোমার অনেক আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য কামনা করি। তুমিই সেরা।’

অভিনেত্রীর স্বামীকে এত ঘন ঘন চুমু খাওয়া দেখে নেটিজেনরা বেশ মজাই পেয়েছেন। তাদের মধ্যে কয়েকজন মশকরা করে এই পোস্ট শেয়ার করে লেখেন, ‘ইন্দুবালা চুমুর হোটেল!’

প্রসঙ্গত, আর কদিন পরেই নতুন কাজ নিয়ে ওয়েব মাধ্যমে হাজির হতে চলেছেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ তাকে নাম ভূমিকায় দেখা যাবে। এতে তিনি ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করবেন। অপর দিকে রাজ ব্যস্ত ‘আবার প্রলয়’ নিয়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

তারকারা বিয়ের আসরে নেচে কত টাকা পান

ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানকার বিভিন্ন মুহূর্ত সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। অভিনেতা রণবীর

বিস্তারিত »

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

গাইলেন বাপ্পা-কোনাল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা-তহবিল সংগ্রহে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। গত ২১ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উৎস

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »