এই নারীর নাম মায়া উইন্টার। অনেক মোটা হওয়া সত্ত্বেও এবং শরীরের ওজন সূচক, অর্থাৎ BMI ৫৩ এর কিছু বেশী হওয়া সত্ত্বেও এনএইচএস এর মাধ্যমে ওজন কমানোর চিকিৎসা তাঁকে দেয়া হয়নি। পরে একটি অনলাইন ফার্মেসি থেকে তিনি ব্যাক্তিগতভাবে ওজন কমানোর ইনজেকশন মাউঞ্জারো ক্রয় করেন। ইনজেকশন প্রয়োগ করে তিনি ৫ স্টোন, অর্থাৎ ৩০ কেজি ওজন কমিয়েছেন।
ইংল্যান্ডের ৬০ শতাংশ পূর্ণ বয়স্ক মানুষ মোটা অথবা তাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশী। একারণে তাদের নিজের স্বাস্থ্য যেমন ঝুকিতে আছে, তেমনি এনএইচএস এর ওপরও তাঁরা চাপ সৃষ্টি করছেন।
কিন্তু এদের মধ্যে প্রতি বছর ৪০ হাজার এনএইচএস থেকে স্থূলতাজনিত চিকিৎসা সেবা পাচ্ছেন। এই পরিস্থিতির উন্নয়নে এনএইচএস-ইংল্যান্ডের মাধ্যমে ওজন কমানোর ইনজেকশন মাউঞ্জারো (Mounjaro) চালু করার সুপারিশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ এন্ড কেয়ার এক্সেলেন্স, সংক্ষেপে নাইস। মাউঞ্জারো বা টিরজেপাটাইড (tirzepatide) একটি সাপ্তাহিক ইনজেকশন, যা ক্ষুধা কমিয়ে শরীরের ওজন কমাতে সাহায্য করে।তবে দেশব্যাপী সবার জন্য এটির প্রাপ্যতা নিশ্চিত করতে প্রায় ১২ বছর সময় লাগবে বলে জানিয়েছে এনএইচএস।নতুন ধরনের এই ওজন কমানোর ওষুধগুলো সঠিকভাবে পরিচালনা করতে এবং NHS এর সেবার ওপর চাপ কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুধু বিশেষজ্ঞ ওজন ব্যবস্থাপনা পরিষেবার অধীনে থাকা রোগীদের এটি প্রথমে দেওয়া হবে। স্বাস্থ্যগত কারণে অগ্রাধিকার পাওয়া ২লাখ ২০ হাজার মানুষকে প্রথম তিন বছরে এই ওষুধ দেয়া হবে। শরীরের ওজন সূচক, অর্থাৎ (BMI) যাদের ৩৫-এর বেশি এবং অন্তত একটি স্থূলতাজনিত স্বাস্থ্য সমস্যা আছে, প্রাথমিকভাবে তাদেরকেই এই ইনজেকশন দেয়া হবে। তবে রোগীদের পরামর্শ, ব্যায়াম এবং ডায়েট পর্যবেক্ষণের দায়িত্ব কারা পালন করবে তা এখনও পরিষ্কার নয়। NHS England আগামী বছরের শুরুতে এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করবে।
বিশেষজ্ঞরা বলছেন, স্থূলতা মোকাবিলায় মাউঞ্জারো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তবে দীর্ঘ সময়সীমা রোগীদের জন্য হতাশাজনক।
পরীক্ষায় দেখা গেছে, মাউঞ্জারো ব্যবহারকারীরা তাদের শরীরের মোট ওজনের এক-পঞ্চমাংশ পর্যন্ত কমাতে সক্ষম। তবে ১২ বছরের দীর্ঘ সময়সীমা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। NHS-এর পরিকল্পনা সফল হলে এটি কয়েক মিলিয়ন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।