চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ- সিএমপির আন্তঃবিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এসএএফ-১ দল। শনিবার ( ৮ জুন) বিকালে ফাইনালে তারা পিওএম-২ দল ৫৭ রানে হারিয়ে এ গৌরব অর্জন করে।
নগরের দামপাড়া পুলিশ লাইন্সের এসএএফ মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে পিওএম-২ দলের অধিনায়ক সুজন প্রতিপক্ষ এসএএফ-১ দলের অধিনায়ক অসীম সিংহকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানালে তারা নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে জাহিদ ২১ বলে ৩৭, অসীম ১৩ বলে ৩৪, জিহাদ সাত বলে অপরাজিত ২০ রান করেন। বর হাতে প্রতিপক্ষের শরীফুল ২ওভারে ৯ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করেন।
১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পিওএম-২ দলকে নির্ধারিত ১০ ওভারে নয় উইকেটে ৬২ রানের বেশি করতে দেয়নি প্রতিপক্ষের বোলাররা। দলের হয়ে ৮ বলে সর্বোচ্চ ২০ রান সংগ্রহ করেন রনি। প্রতিপক্ষের বোলার অসীম সিংহ ২ ওভার বল করে ৫ রানে এবং শাহাবুদ্দিন ২ ওভার বল করে ১২ রানে দুটি করে উইকেট নেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। খেলায় ৩৪ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অসীম সিংহ এবং ১৮৬ রান ও ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার্সআপ দলের জাহিদুল।
এর আগে সেমিফাইনালে এসএএফ-১ টিম পিওএম-১ টিমকে এবং পিওএম-২ টিম ট্রাফিক (উত্তর) টিমকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।