চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা কার্যনির্বাহী কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১ এপ্রিল) নির্বাহী অফিসার কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, ক্রীড়া সংস্থার সহ সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ হামিদ, যুগ্ম সম্পাদক আজগর হোসেন, প্রকাশ বড়ুয়া, নির্বাহী সদস্য রোজিয়া সুলতানা, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, বিটুরাজ বড়ুয়া, মনজুরুল আলম, মৌলানা আক্তার হোসাইন, নাঈম উদ্দিন মাহফুজ, মো. লোকমান।
সভায় আগামী মে-জুনে উপজেলা ফুটবল লিগ, নভেম্বরে ক্রিকেট লিগ সহ বছরব্যাপি উপজেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।