সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা ৬ষ্ঠ জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)। শনিবার (৩০ মার্চ) লিগের গুরুত্বপূর্ণ ৬ষ্ঠ ম্যাচে রাইজিং স্টার ক্লাবকে শ্বাসরুদ্ধকর ৭ রানে পরাজিত করে এই জয় অর্জিত হয় মুক্তিযোদ্ধার।
নগরের এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে মুক্তিযোদ্ধা। জবাবে ৪৯.১ ওভারে ২০০ রানে অলআউট হয় রাইজিং স্টার। এতে ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করছে দলটি। অন্যদিকে সমান সংখ্যক খেলায় রাইজিং স্টারের সংগ্রহ ৪ জয় ২ পরাজয়ে ১২ পয়েন্ট।
২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে ম্যাচে ফিরে আসে রাইজিং স্টার। তবে এক পর্যায়ে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি কখনো রাইজিং স্টারের পক্ষে আবার কখনো মুক্তিযোদ্ধা কেসি লালের জয়ের সম্ভাবনা তৈরি করে।
কিন্তু শেষ হাসি হেসেছে সৈয়দ মোহাম্মদ তানসীরের মুক্তিযোদ্ধাই। ৪৯.১ ওভারে ২০০ রানে অলআউট হয়ে তীরে এসে তরী ডোবায় চকবাজারের ক্লাবটি।র অন্যদিকে টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল দল।
রাইজিং স্টারের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন হৃদয় ইসলাম। অন্যদের মধ্যে রেজাউল করিম রাজিব ২৯ এবং আসাদুর রহমান ও রিফাত উভয়ে ২৮ রান করে স্কোর বোর্ডে জমা করেন।
বল হাতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) এর মো. মনিরুজ্জামান ৩টি এবং মুরসালিন মুরাদ ও জাকারিয়া মাসুদ ২টি উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)। দলের পক্ষে মাহাইমিনূল খান অপরাজিত সর্ব্বোচ ৮০ ও ইমরুল করিম ৩৩ রান করেন।
রাইজিং স্টার ক্লাবের হয়ে আসাদুর রহমান, মাহাফুজুর শুভ ও মো. জাহিদ উল্ল্যাহ ২ টি করে উইকেট তুলে নেন।