চট্টগ্রাম নগরের খুলশীতে আব্দুল জব্বার (২৮) নামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ২৯ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে পাহাড়তলীর গ্রীন ভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি পিআর স্পিনা রানী প্রামানিক। তিনি বলেন, বাকলিয়া থানার মাদক মামলায় অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত আব্দুল জব্বারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার ভোর রাত ৪টার দিকে সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ বোস্তামী জোন) এর সার্বিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ খুলশী থানার নেতৃত্বে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়েছে।