নামের প্রতি সুবিচার করেছে দুর্দান্ত ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করল ঢাকা। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে কুমিল্লার দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও দানুষ্কা গুনাথিলাকার ব্যাটে দারুণ শুরু পায় দুর্দান্ত ঢাকা।
ওপেনিং জুটিতে ১২.১ ওভারে ১০১ রান তুলে ফেলে ঢাকা। দুই ওপেনার রান তুলেছেন বেশ দ্রুতই। নাঈম শেখ পেয়েছেন ফিফটি। দুজনের জুটি ভাঙে তানভির ইসলামের বলে ৫২ (৪১) রান করা নাঈমের বিদায়ে।
নাঈম ফিফটি হাঁকালেও গুনাথিলাকা আঁটকে যান ৪১ রানের মাথায়। আরেক শ্রীলঙ্কান ব্যাটার লাসিথ ক্রসপুলেকে ৫ রান ফেরান মোস্তাফিজ। ১১৮ রানে ৩ উইকেট হারানোর পর ম্যাচের মোড় ঘুরে যায় কুমিল্লার দিকে।
তবে ইরফান শুক্কুরের ১৬ বলে ২৪ আর চাতুরাঙ্গার ৬ রানে ভর করে ম্যাচ বের করে ফেলে ঢাকা। কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নেন তানভির ইসলাম ও মোস্তাফিজ। ১টি উইকেট নেন খুশদিল শাহ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৩ রান করে কুমিল্লা। ব্যাট করতে নেমে লিটোন দাস ১৩ রানে ফিরেন চাতুরাঙ্গার বলে ক্যাচ দিয়ে।
শুরুর ধাক্কা সামলেন ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয়। ইমরুল খেলেন ৫৬ বলে ৬৬ রানের ইনিংস। হৃদয়ের ব্যাটে আসে ৪৭ রান। ইনিংসের শেষ ওভারে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে হ্যাট্রিক করেন শরিফুল ইসলাম। যা বিপিএলের ইতিহাসে সপ্তম হ্যাট্রিক ও উদ্বোধনী ম্যাচে প্রথম।
কুমিল্লা শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৩ রান তুলে শেষ করেছে ইনিংস। ঢাকার পক্ষে ৩ উইকেট নেন শরিফুল, ২ উইকেট নেন তাসকিন আহমেদ ও ১টি উইকেট নেন ডি সিলভা।
এর আগে, অনেকটা সাদামাটা আয়োজনে পর্দা উঠে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল দশম আসরের। উদ্বোধনী দিনে মাঠে লাল গালিচা রাখা হয়, সেখানে দাঁড়ান উদ্বোধনী ম্যাচের দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ক্রিকেটাররা।
এ সময় ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর নাজমুল হাসান পাপন একটি সুইচ চাপলে স্মোক কালার বোম্ব ও বেলুন উড়ে যায়। সব মিলিয়ে ১০ মিনিটের আয়োজন রাখা হয়েছিল, টসের পরপরই যা মিলিয়ে যায় মুহূর্তে।