চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার সদস্যা ইভেন্টসমূহ সম্পন্ন হয়েছে। সদস্যাদের হিট দ্য স্ট্যাম্পে অপর্ণা খাস্তগীর প্রথম, সুচন্দা নন্দী দ্বিতীয় এবং শাহিন আরা বেগম ও শামীম আরা লুসি যৌথভাবে তৃতীয় হয়েছেন। ডার্টে শাহিন আরা বেগম প্রথম, শামীম আরা লুসি এবং সুচন্দা নন্দী যৌথভাবে দ্বিতীয় ও অপর্ণা খাস্তগীর তৃতীয় স্থান লাভ করেছেন। ঝুড়িতে বল নিক্ষেপ ইভেন্টে শামীম আরা লুসি প্রথম, শাহিন আরা বেগম দ্বিতীয় এবং অপর্ণা খাস্তগীর ও সুচন্দা নন্দী যৌথভাবে তৃতৃীয় হয়েছেন।
এদিকে ক্যারম পঞ্চাশোর্ধ এককে ‘ক’ গ্রুপ থেকে ম শামসুল ইসলাম এবং ‘খ’ গ্রুপ থেকে অনিন্দ্য টিটো প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ‘ঘ’ গ্রুপ থেকে বিশ্বজিৎ বড়ুয়া, নুরউদ্দিন আহমেদ এবং রোকসারুল ইসলাম প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হন।
খেলাসমূহ পরিচালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, নির্মল চন্দ্র দাশ, জাকির হোসেন লুলু, দেবাশীষ বড়ুয়া দেবু এবং সুলতান মাহমুদ সেলিম। এ সময় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, স্থায়ী সদস্য ফারুক তাহের উপস্থিত ছিলেন।