চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ দ্বৈতে সাইদুল ইসলাম-শৈবাল আচার্য জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) এ প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন আহমেদ কুতুব-সুবল বড়ুয়া জুটি।
এদিকে পঞ্চাশোর্ধ এককে ‘ক’ গ্রুপ থেকে শামসুল ইসলাম এবং মো. শহীদুল ইসলাম, ‘খ’ গ্রুপ থেকে অনিন্দ্য টিটো, দেবপ্রসাদ দাস দেবু, যীশু রায় চৌধুরী এবং ‘গ’ গ্রুপ থেকে মিহরাজ রায়হান, স্বপন কুমার মল্লিক ও সিরাজুল করিম মানিক প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন।
অন্যদিকে পঞ্চাশোর্ধ দ্বৈতে ম. শামসুল ইসলাম-অনিন্দ্য টিটো জুটি জসীম চৌধুরী সবুজ-নুরউদ্দিন আহমেদ জুটিকে হারিয়ে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছেন।
খেলাসমূহ পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, জাকির হোসেন লুলু, সুলতান মাহমুদ সেলিম এবং গোলাম মর্তুজা আলী।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় সদস্যাদের ইভেন্টসমূহ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য ক্রীড়া পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।