শুক্রবার, ৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ, ১৪৩২, ১০ জিলকদ, ১৪৪৬

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রায় একযুগ পর আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায়। আর এবারের নির্বাচনের যে উম্মাদনা আর উৎসবের আমেজ, তা আগে কখনোই দেখা যায়নি। মোট ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭ জন। ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ডে ভরে গেছে স্টেডিয়াম এলাকা। স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই অন্যরকম আবহ পরিলক্ষিত হবে। এ যেন নতুন কোন স্টেডিয়াম। চির চেনা এম এ আজিজ স্টেডিয়ামের এ যেন ভিন্ন এক রূপ। আজ নির্ধারিত হবে আগামী চার বছরের জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নতুন নেতৃত্ব।

গত দুই নির্বাচনের মত এবারেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গত তিনবারের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আর তার সাথে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নির্বাহী সদস্য সংরক্ষিত (মহিলা) দুইজন রেখা আলম চৌধুরী এবং রেজিয়া বেগম ছবি।

এখন ২৩ পদের জন্য লড়ছেন ৪৭ জন প্রার্থী। যেখানে সহ সভাপতির ৪টি পদের জন্য লড়বেন ৯ জন। আগের দিন পর্যন্ত এই দশজন প্রার্থী ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার আদালতের রায়ের ফলে সহ সভাপতি পদে দিদারুল আলম চৌধুরীর নির্বাচনের পথ বন্ধ হয়ে যায়। ফলে এই পদে এখন রয়েছেন ৯ জন।

তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, তাহের উল আলম চৌধুরী স্বপন, মকসুদুর রহমান বুলবুল, মফিজুর রহমান, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, শাহজাদা আলম, সৈয়দ আবুল বশর এবং মোঃ হাফিজুর রহমান।

অতিরিক্ত সাধারণ সম্পাদকের একটি পদের জন্য প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন এস এম শহীদুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী এবং সৈয়দ সাহাবুদ্দিন শামীম।

যুগ্ম সম্পাদকের দুটি পদের জন্য প্রার্থী তিনজন। তারা হলেন অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী মনি।

কোষাধ্যক্ষ একটি পদে প্রার্থী দুজন। তারা হলেন আ ন ম ওয়াহিদ দুলাল এবং শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
নির্বাহি সদস্যের ১৩ টি পদের জন্য প্রার্থী রয়েছেন ২৭ জন। তারা হলেন প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আখতারুজ্জামান, আলমগীর পারভেজ, মোহাম্মদ দিদারুল আলম, অনুপ বিশ্বাস, হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শওকত হোসাইন, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ মুজিবুর রহমান, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব। উপজেলার সংরক্ষিত দুটি সদস্য পদের জন্য নির্বাচন করছেন তিনজন। তারা হলেন প্রদীপ কুমার ভট্টচার্য্য, মোহাম্মদ জাফর ইকবাল এবং মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর হবে গননা। নির্বাচন কমিশনার তানভীর আল নাসিফ জানিয়েছেন নির্বাচন পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। মোট ২৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাদের ভোটে নির্বাচিত হবে আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্ব।

এর আগে, ২০১১ সালের ৯ ডিসেম্বর মাসে সর্বশেষ নির্বাচন হয়েছিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায়। এরপর ২০১৫ আর ২০১৯ সালে নির্বাচন হয়নি। ২০১৯ সালে যে নির্বাচন হয়েছিল সেটাও ছিল অনেকটা এক তরফা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ড

সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হওয়ার পর এটা নিশ্চত হয়ে যায় যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি এবার ঐক্যবদ্ধ হয়েছে, যে কোন মূল্যেই তারা

বিস্তারিত »

৭১-এ চেরাগী পাহাড়ে ইউসিসে বোমা মেরেছিলেন দু’জন বামপন্থী মুক্তিযোদ্ধা

ওসমান গণি চৌধুরী ষাট ও সত্তরের দশকের চট্টগ্রামের একজন বিশিষ্ট ছাত্রনেতা। ১৯৫৫ খ্রিস্টাব্দে রাউজান থানার গহিরা গ্রামে তাঁর জন্ম। পিতা আলহাজ্ব জহুরুল হক চৌধুরী ও

বিস্তারিত »

ওসিকে ‘মারধর’: চট্টগ্রামের ৩ আনসার, এক পুলিশ কর্মকর্তাকে সরানো হল

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনার পর তিন আনসার ও এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত সোমবার নগরীর ফয়’স লেক এলাকায় ৩১ আনসার

বিস্তারিত »

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে অধ্যাপক ড. মো. আহসানুল হক সম্ভাবনাময় প্রার্থী

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে অধ্যাপক ড. মো. আহসানুল হক সম্ভাবনাময় প্রার্থী। তিনি অন্যান্যদের চেয়ে অধিকতর যোগ্য বলে বিভিন্নসূত্রে জানা যায়। তিনি বর্তমানে

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

জুলাই বিপ্লবের ঘোষণা আসছে

শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনাবলি নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আর নেই

চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা মারা গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যায়

বিস্তারিত »