মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২, ২৮ রবিউস সানি, ১৪৪৭

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রায় একযুগ পর আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায়। আর এবারের নির্বাচনের যে উম্মাদনা আর উৎসবের আমেজ, তা আগে কখনোই দেখা যায়নি। মোট ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭ জন। ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ডে ভরে গেছে স্টেডিয়াম এলাকা। স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই অন্যরকম আবহ পরিলক্ষিত হবে। এ যেন নতুন কোন স্টেডিয়াম। চির চেনা এম এ আজিজ স্টেডিয়ামের এ যেন ভিন্ন এক রূপ। আজ নির্ধারিত হবে আগামী চার বছরের জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নতুন নেতৃত্ব।

গত দুই নির্বাচনের মত এবারেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গত তিনবারের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আর তার সাথে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নির্বাহী সদস্য সংরক্ষিত (মহিলা) দুইজন রেখা আলম চৌধুরী এবং রেজিয়া বেগম ছবি।

এখন ২৩ পদের জন্য লড়ছেন ৪৭ জন প্রার্থী। যেখানে সহ সভাপতির ৪টি পদের জন্য লড়বেন ৯ জন। আগের দিন পর্যন্ত এই দশজন প্রার্থী ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার আদালতের রায়ের ফলে সহ সভাপতি পদে দিদারুল আলম চৌধুরীর নির্বাচনের পথ বন্ধ হয়ে যায়। ফলে এই পদে এখন রয়েছেন ৯ জন।

তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, তাহের উল আলম চৌধুরী স্বপন, মকসুদুর রহমান বুলবুল, মফিজুর রহমান, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, শাহজাদা আলম, সৈয়দ আবুল বশর এবং মোঃ হাফিজুর রহমান।

অতিরিক্ত সাধারণ সম্পাদকের একটি পদের জন্য প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন এস এম শহীদুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী এবং সৈয়দ সাহাবুদ্দিন শামীম।

যুগ্ম সম্পাদকের দুটি পদের জন্য প্রার্থী তিনজন। তারা হলেন অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী মনি।

কোষাধ্যক্ষ একটি পদে প্রার্থী দুজন। তারা হলেন আ ন ম ওয়াহিদ দুলাল এবং শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
নির্বাহি সদস্যের ১৩ টি পদের জন্য প্রার্থী রয়েছেন ২৭ জন। তারা হলেন প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আখতারুজ্জামান, আলমগীর পারভেজ, মোহাম্মদ দিদারুল আলম, অনুপ বিশ্বাস, হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শওকত হোসাইন, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ মুজিবুর রহমান, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব। উপজেলার সংরক্ষিত দুটি সদস্য পদের জন্য নির্বাচন করছেন তিনজন। তারা হলেন প্রদীপ কুমার ভট্টচার্য্য, মোহাম্মদ জাফর ইকবাল এবং মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর হবে গননা। নির্বাচন কমিশনার তানভীর আল নাসিফ জানিয়েছেন নির্বাচন পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। মোট ২৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাদের ভোটে নির্বাচিত হবে আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্ব।

এর আগে, ২০১১ সালের ৯ ডিসেম্বর মাসে সর্বশেষ নির্বাচন হয়েছিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায়। এরপর ২০১৫ আর ২০১৯ সালে নির্বাচন হয়নি। ২০১৯ সালে যে নির্বাচন হয়েছিল সেটাও ছিল অনেকটা এক তরফা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো

বিস্তারিত »

অধ্যক্ষ শায়েস্তা খান আর নেই

শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । নগরের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ অক্টোবর) ভোর পাঁচটায় তিনি

বিস্তারিত »

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হয়েছে জিম্বাবুয়ে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কাকে

বিস্তারিত »

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে আজ (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টা পর্যন্ত

বিস্তারিত »

ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

নগরের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আজ নয়তলা ভবনের ওই কারখানায় প্রায় পাঁচ শতাধিক

বিস্তারিত »

ভারতে ‘ফিনাইল’ খেয়ে হাসপাতালে ভর্তি ২৫ ট্রান্সজেন্ডার

ভারতের মধ্যপ্রদেশে অন্তত ২৫ জন ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) একসঙ্গে ‘ফিনাইল’ পান করেছেন বলে জানা গেছে। গত বুধবার (১৫ অক্টোবর) রাতে ইন্দোর শহরে এ ঘটনা ঘটে। পরে

বিস্তারিত »

জয়ে বিশ্বকাপের টিকিট পেল নেপাল ও ওমান

আবুধাবির গরম দুপুরে হাসলো নেপাল ও ওমানের ভাগ্য। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর নিশ্চিত হয়ে গেল এই দুই এশীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।

বিস্তারিত »