মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য এই প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশ নেওয়ার কথা ছিল।
এ লক্ষ্যে প্রচার-প্রচারণা শুরু করলেও স্থানীয় সময় শনিবার (২৮ অক্টোবর) হঠাৎ করেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শনিবার বিকেলে লাস ভেগাসে তিনি এ ঘোষণা দেন। এসময় পেন্স বলেন, ‘এটা আমার সময় নয়।’
এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমরা সবসময় জানতাম এই লড়াইয়ে চড়াই-উতরাই থাকবে, কিন্তু আমার কোনও অনুশোচনা নেই।’
বিবিসি বলছে, মাইক পেন্স হচ্ছেন প্রধান সারির প্রথম কোনও রিপাবলিকান প্রার্থী যিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অবশ্য অগণিত আইনি সমস্যা নিয়েই সাম্প্রতিক জনমত জরিপগুলোতে রিপাবলিকান পার্টির অন্যান্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আর তারই সাবেক ডেপুটি পেন্স দলের ভেতরে সাম্প্রতিক ভোটগুলোতে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছিলেন। এমনকি রিপাবলিকান ভোটারদের সমর্থন পেতে কার্যত লড়াই করছিলেন তিনি। আর এরই একপর্যায়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন পেন্স।
তবে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পেন্স কখনোই রক্ষণশীলদের মূল্যবোধের লড়াই ত্যাগ করবো না বলেন জানান।
শনিবার সমর্থকদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে পেন্স বলেন, ‘আমি নির্বাচনের প্রচারণা থেকে সরে যাচ্ছি। কিন্তু আমি কখনোই রক্ষণশীলদের মূল্যবোধের এই লড়াই ত্যাগ করবো না।’