বারবার বৃষ্টির হানায় শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার সুপার ফোরের ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডে’তে। সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ফের শুরু হবে এই ম্যাচটি।
বৃষ্টি হানা দেওয়ার আগে ২৪.১ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৪৭ রান করেছিল। ৮ রান নিয়ে কোহলি ও লোকেশ রাহুলের সংগ্রহ ছিল ১৭ রান।
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ ছিল রোহিত শর্মা-গিলরা। তবে সুপার ফোরের ম্যাচে দলকে উড়ন্ত সূচনা এনে দেন গিল ও রোহিত। দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনেই তুলে নেন ফিফটি।
১৭তম ওভারে ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফিরিয়ে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শাদাব খান। এর পরের ওভারে ৫২ বলে ৫৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন গিলও।