মোহাম্মদ নগর ফুটবল একাডেমিকে উড়িয়ে আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নোয়াপাড়া লায়ন্স ক্লাব। রোববার (১০ সেপ্টেম্বর) টুর্নামেন্টের তৃতীয় খেলায় তারা ৪-১ গোলের বড় জয় পেয়েছে।
মাদারবাড়ী শোভনীয়া ক্লাব কর্তৃক আয়োজিত কেএম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশনের পৃষ্ঠপোষকতায় এদিন খেলার ২৩ মিনিটে নোয়াপাড়া লায়ন্স ক্লাবের মো. সাইম প্রথম ডেথ লক ভাঙ্গে। তবে চার মিনিট প্রতিপক্ষ মোহাম্মদ নগর ফুটবল একাডেমির খেলোয়াড় মো. মিজবাহ’র গোলে খেলা সমতা ফিরে। তবে বিরতির পর নোয়াপাড়া লায়ন্স ক্লাব প্রতিপক্ষকে চেপে ধরে। এই অর্ধে ছোটন , ইমন , ও অন্তু মারমার গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ত্যাগ করে নোয়াপাড়া লায়ন্স।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় অন্তু মারমা। তার হাতে ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান মো মুনির উদ্দিন চৌধুরী ।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কো চেয়ারম্যান মো. আলমগীর ,মহসিন সাজু, মহসিন আলি বাদশা ,
সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, টুর্নামেন্ট সমন্বয়কারী মোশাররফ হোসেন লিটন ,সদস্য- আমির হোসেন মানিক, ফারুক রানা, আলাউদ্দিন ভুইয়া, মো সোহেল, রাসেল রাজু, আব্দুল হামিদ নয়ন, মো. ইসমাইল, আরাফাত আমজাদী, সাইফুর রহমান রানা, সায়মন আহমেদ শাহেদ, আব্দুল হামিদ জনি, রফিকুল ইসলাম মিঠু, সাঈদ মুরাদ, ওয়াহিদুল আলম অভি, নুর উদ্দিন, মো আসিফ ,মো. মারুফ, শহীদ, মান্না প্রমুখ।
সোমবার (১১ সেপ্টেম্বর) ৪র্থ দিনের খেলায় মুখোমুখি হবে ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলী কক্সবাজার একাডেমী বনাম নেমা ফুটবল একাডেমি। খেলাটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।