বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ, ১৪৩২, ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কাম্প নউয়ে বার্সাকে রুখে দিল জিরোনা

লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল শাভি এর্নান্দেসের দল।

মুক্তি৭১ ডেস্ক :

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চেনা আঙিনায় ম্যাচ জুড়ে রাজত্ব করল বার্সেলোনা। সুযোগও পেল অনেক। কিন্তু কখনও নিজেদের ব্যর্থতায়, কখনও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় গোলের আগল খুলতে পারল না তারা। জিরোনার বিপক্ষে পয়েন্ট হারাল শাভি এর্নান্দেসের দল।

কাম্প নউয়ে সোমবার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার সামনে সুযোগ আসে ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কাজে লাগাতে পারল না তারা।

২৮ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।

এই মাঠেই গত বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে ৪-০ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় বার্সেলোনা।

জয়ে ফেরার লড়াইয়ে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে আনসু ফাতি বক্সে ঢুকে পাস দেন রবের্ত লেভানদোভস্কিকে। পোলিশ ফরোয়ার্ডের ডান পায়ের শটে বল ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর এই তারকার হেডও বাইরে দিয়ে যায়।

নবম মিনিটে নিজেদের ভুলে গোল প্রায় খেতে বসেছিল জিরোনা। তাদের ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনো ব্যাক পাস দেন গোলরক্ষক পাওলো দিনোর উদ্দেশ্যে, কিন্তু তিনি ততক্ষণে অনেকটা এগিয়ে আসেন পোস্ট ছেড়ে। দারুণ ক্ষিপ্রতায় পেছনে ফিরে শেষ মুহূর্তে স্লাইডে দলকে বিপদমুক্ত করেন আর্জেন্টাইন গোলরক্ষক।

৩৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। দুরূহ কোণ থেকে রাফিনিয়ার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

ওই কর্নার থেকে রোনাল্দো আরাউহোর ক্লিকে জালে যাচ্ছিল বল। এবারও দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। বল গোললাইন পেরিয়ে গিয়েছে ভেবে আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। রিপ্লে দেখে ধারাভাষ্যকারও বলছিলেন, হয়তো গোল হতে পারে।

লা লিগায় গোললাইন টেকনোলোজি নেই। ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ আসে বার্সেলোনার সামনে। রাফিনিয়ার ফ্রি-কিকে এরিক গার্সিয়ার হেড লক্ষ্যে থাকেনি।

৫৬তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন জিরোনার কাস্তিয়ানো। সতীর্থের থ্রু বল ধরে এগিয়ে যান তিনি। তার সামনে একমাত্র বাধা গোলরক্ষক, কিন্তু বল বাইরে মারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৭৮তম মিনিটে সুযোগ পান লেভানদোভস্কি। সের্হিও বুসকেতসের থ্রু বল বক্সে পান তিনি। সেখানে তাকে রুখে দেন জিরোনার ডিফেন্ডাররা।

পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরেকবার বার্সেলোনার সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান জিরোনা গোলরক্ষক। কর্নারে গাভির হেডে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি। একেবারে শেষ মুহূর্তে লেভানদোভস্কির ব্যাকহিল ফ্লিক রক্ষণে প্রতিহত হলে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়তে হয় শাভির দলকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

কাজাখস্তানের গোলকিপার রুখে দিলেন বেলজিয়ামকে

  বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নেমে হোঁচট খেল বেলজিয়াম। কাজাখস্তানের গোলকিপার তেমির্লান আনারবেকভের একের পর এক দুর্দান্ত সেভে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। গত শনিবার

বিস্তারিত »

সিরিজ নিউজিল্যান্ডের

টি–টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আজ ডানেডিনে শেষ ম্যাচে দলটি হেরেছে ৮ উইকেটে। টসে

বিস্তারিত »

ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ

ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করতে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইউইএফএ) কে চিঠি পাঠিয়েছে ‘অ্যাথলিটস ফর পিস’ নামের সংগঠন। এ সংগঠনের সঙ্গে

বিস্তারিত »

লিওনেল মেসি অনুমতি পাননি

বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরদার করতে সৌদি আরবের লিগে খেলতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমতি মেলেনি। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় তার প্রস্তাব

বিস্তারিত »

দুই গোলে অপ্রতিরোধ্য বায়ার্নের রেকর্ড

অসাধারণ ফর্মে থাকা হ্যারি কেইন উপহার দিলেন জোড়া গোল, টানা জয়ের অনন্য কীর্তি গড়ল বায়ার্ন মিউনিখ। ম্যাচের আধ ঘণ্টা যেতে না যেতেই পিছিয়ে পড়ল বায়ার্ন

বিস্তারিত »

বাংলাদেশ-ভারত বৃষ্টি ভাসিয়ে দিল

মুম্বাইয়ে নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরুতেই বৃষ্টির বাধার মুখে পড়েছিল। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর শুরু হলেও ৪৩ ওভারে নামিয়ে আনা

বিস্তারিত »

সিনিয়র ফুটবলারদের সাথে আবার দূরত্ব তৈরি হচ্ছে বাটলারের

দুই দেশের শক্তির যে পার্থক্য তাতে থাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার অনুমেয়ই ছিল। শুক্রবার ব্যাংককে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। ১২ বছর আগে

বিস্তারিত »

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো

বিস্তারিত »

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হয়েছে জিম্বাবুয়ে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কাকে

বিস্তারিত »