বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫

কাম্প নউয়ে বার্সাকে রুখে দিল জিরোনা

লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল শাভি এর্নান্দেসের দল।

মুক্তি৭১ ডেস্ক :

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চেনা আঙিনায় ম্যাচ জুড়ে রাজত্ব করল বার্সেলোনা। সুযোগও পেল অনেক। কিন্তু কখনও নিজেদের ব্যর্থতায়, কখনও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় গোলের আগল খুলতে পারল না তারা। জিরোনার বিপক্ষে পয়েন্ট হারাল শাভি এর্নান্দেসের দল।

কাম্প নউয়ে সোমবার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার সামনে সুযোগ আসে ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কাজে লাগাতে পারল না তারা।

২৮ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।

এই মাঠেই গত বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে ৪-০ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় বার্সেলোনা।

জয়ে ফেরার লড়াইয়ে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে আনসু ফাতি বক্সে ঢুকে পাস দেন রবের্ত লেভানদোভস্কিকে। পোলিশ ফরোয়ার্ডের ডান পায়ের শটে বল ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর এই তারকার হেডও বাইরে দিয়ে যায়।

নবম মিনিটে নিজেদের ভুলে গোল প্রায় খেতে বসেছিল জিরোনা। তাদের ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনো ব্যাক পাস দেন গোলরক্ষক পাওলো দিনোর উদ্দেশ্যে, কিন্তু তিনি ততক্ষণে অনেকটা এগিয়ে আসেন পোস্ট ছেড়ে। দারুণ ক্ষিপ্রতায় পেছনে ফিরে শেষ মুহূর্তে স্লাইডে দলকে বিপদমুক্ত করেন আর্জেন্টাইন গোলরক্ষক।

৩৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। দুরূহ কোণ থেকে রাফিনিয়ার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

ওই কর্নার থেকে রোনাল্দো আরাউহোর ক্লিকে জালে যাচ্ছিল বল। এবারও দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। বল গোললাইন পেরিয়ে গিয়েছে ভেবে আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। রিপ্লে দেখে ধারাভাষ্যকারও বলছিলেন, হয়তো গোল হতে পারে।

লা লিগায় গোললাইন টেকনোলোজি নেই। ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ আসে বার্সেলোনার সামনে। রাফিনিয়ার ফ্রি-কিকে এরিক গার্সিয়ার হেড লক্ষ্যে থাকেনি।

৫৬তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন জিরোনার কাস্তিয়ানো। সতীর্থের থ্রু বল ধরে এগিয়ে যান তিনি। তার সামনে একমাত্র বাধা গোলরক্ষক, কিন্তু বল বাইরে মারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৭৮তম মিনিটে সুযোগ পান লেভানদোভস্কি। সের্হিও বুসকেতসের থ্রু বল বক্সে পান তিনি। সেখানে তাকে রুখে দেন জিরোনার ডিফেন্ডাররা।

পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরেকবার বার্সেলোনার সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান জিরোনা গোলরক্ষক। কর্নারে গাভির হেডে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি। একেবারে শেষ মুহূর্তে লেভানদোভস্কির ব্যাকহিল ফ্লিক রক্ষণে প্রতিহত হলে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়তে হয় শাভির দলকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

প্রথম বলেই শেষ বাংলাদেশের ইনিংস

প্রথম দিন ৩১০ রানে শেষ করেছিল বাংলাদেশ । এই রান করতে হারিয়েছিল ৯ উইকেট। বুধবার (২৯ নভেম্বর) শেষ উইকেটে শরীফুল-তাইজুল বাংলাদেশের ইনিংস কতদুর নিয়ে যাবেন

বিস্তারিত »

জয়-মুমিনুনের উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

চা বিরতির খানিক আগেই সোধী-ফিলিপসের কাছে জোড়া (জয়-মুমিনুল) উইকেট হারায়। যে কারণে স্বস্তিতে থাকা বাংলাদেশ চা বিরতিতে গেল অস্বস্তি নিয়ে। তার আগে চার উইকেট হারিয়ে

বিস্তারিত »

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের পর বাংলাদেশের প্রথম সিরিজ। হতাশা কাটাতে এই সিরিজটি বেশ গুরুত্ব বহন করছে স্বাগতিকদের কাছে। বিশ্বকাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ নামছে টেস্টে। ফরম্যাট ভিন্ন হলেও

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ায় সদস্যাদের ইভেন্ট সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার সদস্যা ইভেন্টসমূহ সম্পন্ন হয়েছে। সদস্যাদের হিট দ্য স্ট্যাম্পে অপর্ণা খাস্তগীর প্রথম, সুচন্দা নন্দী দ্বিতীয় এবং শাহিন আরা

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার ক্যারমে সাইদুল-শৈবাল চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ দ্বৈতে সাইদুল ইসলাম-শৈবাল আচার্য জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) এ প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন আহমেদ

বিস্তারিত »

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আজ

প্রায় একযুগ পর আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায়। আর এবারের নির্বাচনের যে উম্মাদনা আর উৎসবের আমেজ, তা আগে কখনোই দেখা যায়নি। মোট

বিস্তারিত »

কেএসআরএম নবম গলফ টুর্নামেন্ট সম্পন্ন

সবুজ প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে নারী, সিনিয়র ক্যাটাগরিসহ ১৯৬ গলফারের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে নবম কেএসআরএম গলফ টুর্নামেন্ট। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে

বিস্তারিত »

পঞ্চাশোর্ধ ক্যারমের কো. ফাইনাল সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম পঞ্চাশোর্ধ দ্বৈতের খেলায় ‘ক’ গ্রুপ বিশ্বজিৎ বড়ুয়া-মো. শহিদুল ইসলাম জুটি, ‘খ’ গ্রুপ সাইফুদ্দিন খালেদ-তাপস বড়ুয়া রুমু জুটি

বিস্তারিত »

সুপার ক্লাসিকোতে শেষ হাসি আর্জেন্টিনার

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। স্থানীয় সময় মঙ্গলবার ঘরের মাঠ ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শুরুতেই সমর্থকদের উত্তাপে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। প্রায় ৩০

বিস্তারিত »