শনিবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অপমান সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

মুক্তি৭১ ডেস্ক :

 

ভোলায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামীকে সালিসে বেঁধে রাখার অপমান সইতে না পেরে মোঃ নিজাম উদ্দিন (৪২) নামে এক অটোরিকশাচালক বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার ২নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মশু মোল্লার ছেলে। শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষপানে আত্মহত্যার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ নিরব বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

নিজামের ভাই, ভাতিজা ও মা জানান, নিজাম ও তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিষয়টি নিয়ে তার স্ত্রী জান্নাত বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে স্থানীয় গ্রাম পুলিশ মোঃ ইউছুফকে দিয়ে কালাম মেম্বারের পোল সংলগ্ন চেয়ারম্যানের অফিসে ডেকে নেয়। পরে চেয়ারম্যান মিজানের স্ত্রী-সন্তান ও শতশত মানুষের উপস্থিতিতে গ্রাম পুলিশকে হুকুম করে নিজামকে বেঁধে রাখতে। কিন্তু গ্রাম পুলিশ তাকে বেঁধে রাখতে অপারগতা প্রকাশ করলে স্থানীয় ইয়াছিন আরাফাত নামে এক যুবক তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই অপমান সইতে না পেরে সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করে নিজাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ সালিসি বৈঠকে নিজামকে বেঁধে রাখায় অপমান অপদস্ত হয়ে বাড়িতে গিয়ে সে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। তারা এ ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় নিজামের পরিবার আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

তবে ২নম্বর পূর্ব ইলিশা ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ছোটন জানান, নিজাম ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সে মাদক সেবন করত। ঠিকমতো সংসারে টাকা পয়সা দিত না। বিষয়টি তার স্ত্রী অভিযোগ করলে স্থানীয় ইউপি সদস্যসহ তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজাম চেয়ারম্যানের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। সালিসি বৈঠকে উশৃঙ্খলতা করেন। তার আচরণ ছিল অসৌজন্যমূলক। তাই তিনি গ্রাম পুলিশকে হুকুম করেছিলেন তাকে বেঁধে রাখতে। কিন্তু গ্রাম পুলিশ তাকে বেঁধে রাখেনি। তবে ইয়াছিন আরাফাত নামে এক যুবক তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে বলে তিনি লোকমুখে শুনেছেন। তখন তিনি ঘটনাস্থলে ছিলেন না।

তিনি আরও জানান, নিজামের ব্যবহার ছিল অসৌজন্যমূলক। তার স্ত্রী বলেছিল তাকে থাপ্পড়-চোপড় দিয়ে শাসন করে তার সঙ্গে মিলমিশ করে দিতে। কিন্তু চেয়ারম্যান তার গায়ে হাত দেইনি। তার ১৬ বছর বয়সী ছেলের কাছ থেকে সালিসি বৈঠকে জানতে চাওয়া হয়েছে তার মা-বাবার মধ্যে যে বিরোধ ছিল তাতে দোষী কে? তখন ছেলে তার বাবাকে দোষী সাব্যস্ত করেছিল। চেয়ারম্যানের ধারণা, ছেলে বাবাকে দোষী সাব্যস্ত করায় এ ক্ষোভে নিজাম বাড়িতে গিয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছে। নিজামের আত্মহত্যার খবর পেয়ে রাতেই চেয়ারম্যান হাসপাতালে তার লাশ দেখতে গিয়েছিলেন। তার দাবি, একটি কুচক্রী মহল তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্য নিয়ে নিজামের আত্মহত্যার ঘটনায় তাকে জড়ানোর চেষ্টা করছে। কুচক্রী মহল ঘটনাটি অন্যখাতে প্রবাবিত করার চেষ্টা করছে বলেও চেয়ারম্যান অভিযোগে জানান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নিজামের আত্মহত্যার ঘটনায় তার ভাই নিরব একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে নিজাম সালিসি বৈঠকে অপমান অপদস্ত হয়ে আত্মহত্যা করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলে পুলিশ সেটির তদন্ত করবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

‘নাম-ছবি প্রকাশ করে তহসিল অফিসের দুর্নীতিবাজদের প্রতিরোধ করা হবে’

তহসিল অফিসের কতিপয় দালাল এবং দুর্নীতিবাজ চক্রের কারণে জনগণের ভোগান্তি হচ্ছে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক

বিস্তারিত »

‘স্বামীর চেয়ে যখন স্যার বেশি আপন হয়, তখন বিষয়টা অস্বাভাবিক না?’

ছাত্রলীগের দুই নেতাকে নির্মমভাবে মারধরের ঘটনায় আলোচনায় পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। ওই ঘটনায় পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)

বিস্তারিত »

শাহ আমানতে এক কেজি সোনাসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় পাসপোর্টধারী তুষার নাগীন দাশ নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক কেজি ওজনের অবৈধ সোনা উদ্ধার করা হয়েছে। সোমবার

বিস্তারিত »

দক্ষিণ এশিয়ায় শক্তিশালী জঙ্গি সংগঠন বানাতে চেয়েছিলেন আনিসুর

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’কে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি শক্তিশালী জঙ্গি

বিস্তারিত »

বাসর রাতে প্রাণ গেল নব দম্পতির

ব্যাপক আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে সবার সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন নব দম্পতি। বিয়ের পর পাত্রের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল। সেখানেও নব দম্পতির

বিস্তারিত »

পুতিনকে হত্যায় ড্রোন হামলার অভিযোগ রাশিয়ার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (০৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে। খবর আল-জাজিরার। রুশ কর্মকর্তারা

বিস্তারিত »

দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে

বিস্তারিত »

ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার

মিরসরাইয়ে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা, চোরাই বাইসাইকেলসহ তিনজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (১০ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা

বিস্তারিত »

ভারতে পাচারের সময় কোটি টাকার চুইঝাল উদ্ধার

অবৈধভাবে ভারতে পাচার হতে যাওয়া ১১ হাজার ৮শত ৫৪ কেজি মসলা জাতীয় পন্য চুইঝাল উদ্ধার করেছে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন পানছড়ি ৩ বিজিবি। দক্ষিনাঞ্চলে যার বাজার

বিস্তারিত »