ভোলায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামীকে সালিসে বেঁধে রাখার অপমান সইতে না পেরে মোঃ নিজাম উদ্দিন (৪২) নামে এক অটোরিকশাচালক বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার ২নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মশু মোল্লার ছেলে। শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার (৯ এপ্রিল) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষপানে আত্মহত্যার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ নিরব বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
নিহতের পরিবারের অভিযোগ সালিসি বৈঠকে নিজামকে বেঁধে রাখায় অপমান অপদস্ত হয়ে বাড়িতে গিয়ে সে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। তারা এ ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় নিজামের পরিবার আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
তবে ২নম্বর পূর্ব ইলিশা ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ছোটন জানান, নিজাম ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সে মাদক সেবন করত। ঠিকমতো সংসারে টাকা পয়সা দিত না। বিষয়টি তার স্ত্রী অভিযোগ করলে স্থানীয় ইউপি সদস্যসহ তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজাম চেয়ারম্যানের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। সালিসি বৈঠকে উশৃঙ্খলতা করেন। তার আচরণ ছিল অসৌজন্যমূলক। তাই তিনি গ্রাম পুলিশকে হুকুম করেছিলেন তাকে বেঁধে রাখতে। কিন্তু গ্রাম পুলিশ তাকে বেঁধে রাখেনি। তবে ইয়াছিন আরাফাত নামে এক যুবক তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে বলে তিনি লোকমুখে শুনেছেন। তখন তিনি ঘটনাস্থলে ছিলেন না।
তিনি আরও জানান, নিজামের ব্যবহার ছিল অসৌজন্যমূলক। তার স্ত্রী বলেছিল তাকে থাপ্পড়-চোপড় দিয়ে শাসন করে তার সঙ্গে মিলমিশ করে দিতে। কিন্তু চেয়ারম্যান তার গায়ে হাত দেইনি। তার ১৬ বছর বয়সী ছেলের কাছ থেকে সালিসি বৈঠকে জানতে চাওয়া হয়েছে তার মা-বাবার মধ্যে যে বিরোধ ছিল তাতে দোষী কে? তখন ছেলে তার বাবাকে দোষী সাব্যস্ত করেছিল। চেয়ারম্যানের ধারণা, ছেলে বাবাকে দোষী সাব্যস্ত করায় এ ক্ষোভে নিজাম বাড়িতে গিয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছে। নিজামের আত্মহত্যার খবর পেয়ে রাতেই চেয়ারম্যান হাসপাতালে তার লাশ দেখতে গিয়েছিলেন। তার দাবি, একটি কুচক্রী মহল তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্য নিয়ে নিজামের আত্মহত্যার ঘটনায় তাকে জড়ানোর চেষ্টা করছে। কুচক্রী মহল ঘটনাটি অন্যখাতে প্রবাবিত করার চেষ্টা করছে বলেও চেয়ারম্যান অভিযোগে জানান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নিজামের আত্মহত্যার ঘটনায় তার ভাই নিরব একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে নিজাম সালিসি বৈঠকে অপমান অপদস্ত হয়ে আত্মহত্যা করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলে পুলিশ সেটির তদন্ত করবে।