মিরসরাইয়ের বড় দারোগাহাটে তরমুজবাহী ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড় দারোগাহাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেলিম উদ্দিন (৪০) ও তার ১০ বছর বয়সী ছেলে মিনহাজ। তাদের বাড়ি মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন।