আশ্রমে যিনি মানবতার শিখা জ্বালিয়েছেন, তিনিই ধর্মের প্রকৃত অনুসারী। সবসময় ভালো কাজে কাউকে সাহায্য করার জন্য সর্বদা হাত বাড়িয়ে দিন। চিন্তার ও মননশীলতার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে মানবিকতার মধ্য দিয়ে আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। মানবতার সেবাই প্রকৃত ধর্ম। সমাজে অনাথ ও দরিদ্রদের যথাযথ মূল্যায়ন অত্যাবশ্যক। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, চিত্ত ও বিত্তশালী ব্যক্তিবর্গ স্ব-স্ব অবস্থান থেকে তাদের সঠিক পরিচর্যা ও পুনর্বাসন পেলে দেশ, জাতি ও সমাজের কল্যাণে অনন্য ভূমিকা রাখবে।
চট্টগ্রাম হাটহাজারী নন্দীরহাটস্থ নেহালপুর শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রম আয়োজনে শ্রীশ্রী বাসুদেব বিদ্যাপীঠের নতুন ভবন উদ্বোধন, প্রসাদ ভবন ও আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে গত ৭ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় আশ্রম প্রাঙ্গণে মহতী ধর্মীয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ। আশ্রমের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. অপূর্ব কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল।
উদ্বোধক ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড. পাপ্পু সাহা। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগের ডিজিএম শম্ভু দাশ, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বাগীশিক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ, লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের এক্সিলেন্ট সিটির সেক্রেটারি লায়ন কৈলাশ বিহারী সেন।
এড. সৌমিত্র ভট্টাচার্য জয় এর সঞ্চালনায় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন গৌবিন্দ লাল সূত্র ধর, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শ্রীনাথ, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, সাংবাদিক যীশু সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নোয়াখালী শাখার কোষাধ্যক্ষ বাপ্পা রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার, সদস্য এড. লিটন শীল প্রমুখ।