মাননীয় প্রধান মন্ত্রীর চট্টগ্রামের জনসভা ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ বাসস্তী প্রভা পালিতের সঞ্চালনায় (আজ রবিবার ) দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রোমানা নাসরিন,সৈয়দা সাহেদা সুলতানা,রওশনআরা বেগম,সম্পাদক মন্ডলীর সদস্য সাহিদা বিবি জেলী,রেজোয়ানা শারমিন,জান্নাতুল ফেরদৌস ডলি,রোকেয়া বেগম,জাহানারা নাজনীন, এডঃ বিবি আয়েশা, দিলরুবা ইয়াসমিন,রহিমা মনসুর, মনোয়ারা বেগম, মমতাজ বেগম, সেলিনা আকতার,কার্যনির্বাহী সদস্য সুরাইয়া বাকের,এডঃ রেহেনা আকতার, ফরিদা বেগম নাজমা, দেলোয়ারা বেগম,এডঃ লক্ষী রাণী চক্রবর্তী, লিপি দেয়ানজি, পারভীন আকতার,সুলতানাত, নার্গীসআকতার, মীরাবাঈ দেবী,ইয়াসমিন আকতার জুগ্নু ,জেবুন্নাহার মুক্তা,ইসমত আরা ফেন্সী,শাহিনুর আকতার বিউটি প্রমুখ। সভায় প্রধান অতিথি এম এ সালাম বলেন ; বাংলাদেশ বিরোধী গণতন্ত্রের শত্রু আগ্নি সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শান্তিপূর্ণ পরিবেশ,অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশকে আবার সেই অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে চায়। তিনি বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের অতীতের মতো বলিষ্ট ভূমিকা রাখতে হবে। তিনি আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত করার আহ্বান জানান। সভায় আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ থেকে ৪ শ জন কাউন্সিলর ও ডেলিগেট হিসেবে যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়।