সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক, ১৪৩২, ২৭ রবিউস সানি, ১৪৪৭

স্থূলতায় ভুগবে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

পদক্ষেপ না নেওয়া হলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূল বা অতিরিক্ত ওজনের অধিকারী হবে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ বছরে ৪০০ কোটি মানুষ স্থূল বা অতিরিক্ত ওজনের শিকার হবে। শিশুদের মধ্যে এই হার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে বলেও এতে বলা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ভুগবে। প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে স্থূলতার খরচ দাঁড়াবে বার্ষিক ৪ ট্রিলিয়ন ডলারের বেশি।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক লুইস বাউর এই প্রতিবেদনের ফলাফলগুলোকে মারাত্মক উল্লেখ করে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, বেশ কিছু দেশের জন্য এটি একটি স্পষ্ট সতর্কতা। প্রতিবেদনটি বিশেষ করে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতার ক্রমবর্ধমান হারকে সামনে এনেছে।

নিম্ন আয়ের দেশগুলোতে স্থূলতার প্রভাবও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, নিম্ন-আয়ের দেশগুলো প্রায়শই স্থূলতা এবং এর পরিণতিগুলোর প্রতিক্রিয়া জানাতে সবচেয়ে কম সক্ষম।

বিশ্বব্যাপী স্থূলত্বের সর্বাধিক প্রত্যাশিত বৃদ্ধিসহ ১০টি দেশের মধ্যে ৯টি আফ্রিকা এবং এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ। স্থূলতার হার বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে- বেশি বেশি প্রক্রিয়াজাত খাবার পছন্দের প্রবণতা, বেশি মাত্রায় বসে থাকার অভ্যাস, খাদ্য সরবরাহ এবং বিপণন নিয়ন্ত্রণের দুর্বল নীতি, ওজন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য শিক্ষায় সহায়তা করার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না থাকা।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক লুইস বাউর বলেন, ‘আমাদের প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, তা ভয়াবহ। এসব ফলাফল বিবেচনায় নিয়ে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে বেশ কয়েকটি দেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।’

অনুসন্ধানগুলোর ভিত্তিতে ধারণা করা যায় যে, বিশ্বজুড়ে স্থূলতার হার বৃদ্ধির ফলে বিশ্ব অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য প্রভাব পড়বে; যা বিশ্বব্যাপী মোট দেশীয় পণ্যের ৩ শতাংশের সমান।

প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে স্থূলতার অর্থনৈতিক প্রভাবের স্বীকৃতি কোনভাবেই স্থূলতার সঙ্গে বসবাসকারী ব্যক্তিদের দোষের প্রতিফলন নয়।

প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো সোমবার জাতিসংঘে উপস্থাপন করা হবে।

স্থূলতা হলো একটি মেডিক্যাল শব্দ যা উচ্চ মাত্রায় চর্বিযুক্ত ব্যক্তিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। বডি মাস ইনডেক্স (বিএমআই) ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। একজন প্রাপ্তবয়স্কের ওজনকে তাদের উচ্চতার বর্গ দ্বারা ভাগ করে বিএমআই বের করা হয়। সূত্র: বিবিসি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

ডুরান্ড লাইন কী, এটিকে আফগানিস্তান অস্বীকার করছে কেন?

দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনার পর তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ অভিযোগ করেন যে, পাকিস্তান ডুরান্ড লাইন নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। মিডিয়ার সামনে বক্তব্য রাখতে

বিস্তারিত »

ইমরান খানের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের বোন আলীমা খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই আদেশ দেওয়া হয় তার বিরুদ্ধে

বিস্তারিত »

চীনে বিভিন্ন অভিযোগে এক সপ্তাহে ৩০ ‘খ্রিস্টান ধর্মাবলম্বী’ গ্রেপ্তার

চীনে বিভিন্ন অভিযোগে খ্রিষ্টান ধর্মাবলম্বী সন্দেহভাজন ধরপাকড় বেড়েছে। গত এক সপ্তাহে ৩০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বীকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি সূত্রে এ তথ্য পাওয়া

বিস্তারিত »

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি/ ফাইল ছবি রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত »

মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা

দেশীয় ব্যান্ড সংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। রুপালি গিটার ফেলে চলে গেছেন, কিন্তু আজও আইয়ুব বাচ্চু প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে।

বিস্তারিত »

যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া কাকে বেছে নেবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যা বলেন, কাজেও ঠিক তাই করেন তেমনটা নয়। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করে থাকেন।

বিস্তারিত »

করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত

সরকার দেশের পোলট্রি খাত নিয়ন্ত্রণ করা করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত করার হুমকি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন

বিস্তারিত »