মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ়, ১৪৩২, ৫ মহর্‌রম, ১৪৪৭

রহমত-আসগরের দৃঢ়তায় আফগানিস্তান ৫ উইকেটে ২৭১

মুক্তি ডেস্ক : বাংলাদেশের একগাদা স্পিনারের সৌজন্যে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে খেলা হলো ৯৬ ওভার। আফগানিস্তান তুলেছে ৫ উইকেটে ২৭১ রান।

আফগানিস্তানের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হয়ে রেকর্ডের পাতায় নাম স্থায়ী করে ফেলেছেন রহমত। দ্বিতীয় সেঞ্চুরিয়ান হওয়ার অপেক্ষায় দিন শেষ করেছেন আসগর। অপরাজিত আছেন ৮৮ রানে।

প্রথম দিনেই বাংলাদেশের হয়ে হাত ঘুরিয়েছেন ৮ বোলার, তাদের ৭ জনই স্পিনার। কিন্তু শুরুটা ভালো করলেও সেটি পরে ধরে রাখতে পারেননি স্পিনাররা।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন দুই উইকেট। প্রথমটি নিয়ে গড়েছেন বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড। দুটি উইকেট নিয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। অন্যটি মাহমুদউল্লাহর।

স্পিনারদের সৌজন্যেই প্রথম সেশনে আফগানদের দারুণ চাপে রেখেছিল বাংলাদেশ। একাদশে স্পেশালিস্ট পেসার নেই একজনও। তাইজুল ও সাকিব আল হাসান শুরু করেন নতুন বলে আক্রমণ। চতুর্থ ওভারে আসেন মেহেদী হাসান মিরাজ।

এরপর চলতেই থাকে স্পিন প্রদর্শনী। তবে শুরুতে ঔজ্জ্বল্য থাকলেও ক্রমে বিবর্ণ হয়ে ওঠেন স্পিনাররা।

সকালে টস করতে নেমেই রশিদ খান গড়েন ইতিহাস। ২০ বছর ৩৫০ দিন বয়সে নেতৃত্ব দিয়ে হয়ে যান টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক। টস ভাগ্যকে পাশেও পান এই লেগ স্পিনার, আফগানরা নামে ব্যাটিংয়ে।

দুই আফগান ওপেনারের শুরুটা ছিল ভীষণ সাবধানী। প্রথম বাউন্ডারি আসে ম্যাচের দশম ওভারে।

প্রথম ১০ ওভারে রান ছিল ১৫। প্রথম ঘণ্টায় ১৬ ওভারে ছিল কেবল ২৫ রান।

সাবধানী শুরুর পরও খুব বড় হয়নি উদ্বোধনী জুটি। তাইজুলের ধ্রুপদী এক ডেলিভারিতে ৯ রানে বিদায় নেন ইহসান উল্লাহ।

দ্বিতীয় ঘণ্টায় রানের গতি একটু বাড়ায় আফগানরা। অভিষিক্ত ওপেনার ইব্রাহিম জাদরান পায়ের ব্যবহার শুরু করেন একটু। রহমতও খেলতে থাকেন স্বচ্ছন্দে।

এই জুটিও ভাঙেন তাইজুল। বেরিয়ে এসে খেলতে গিয়ে ২১ রানে থামে ইব্রাহিমের সম্ভাবনাময় ইনিংসটি।

পরের জুটিতে হাশমতউল্লাহ শহিদি ও রহমত খেলছিলেন সাবলীলভাবেই। কিন্তু লাঞ্চের আগে শেষ ওভারে গড়বড়।

বিরতির আগে বৈচিত্রের জন্য মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন সাকিব। এমনিতে বেশ ঠা-া মাথার ও গোছানো ব্যাটসম্যান হলেও ভুল করে বসেন শহিদি। বাইরের বল খেলতে গিয়ে তুলে দেন স্লিপে সৌম্যর হাতে।

লাঞ্চের পর খুব একটা ভুলের পথে পা বাড়াননি রহমত ও আসগর। দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। অস্বস্তির রেশ ছিল না তাদের ব্যাটিংয়ে। রান বাড়িয়েছেন অনায়াসে।

বাংলাদেশের স্পিনাররাও হারান ধৈর্য্য। টানা ভালো জায়গায় বল রেখে যেতে পারেননি। আলগা বল পেলেই ফায়দা নেন রহমত ও আসগর।

দুজনই অবশ্য বেঁচেছেন একবার করে। ৯ রানে মিরাজের বলে শর্ট লেগে আসগরের কঠিন ক্যাচ নিতে পারেননি সাদমান ইসলাম। রহমতকে ৯৪ রানে সরাসরি থ্রোয়ে রান আউট করতে পারেননি সাকিব।

দ্বিতীয় সেশনে পড়েনি কোনো উইকেট। শেষ সেশনের শুরুতেই রহমতের ইতিহাস গড়া মুহূর্ত। আগের টেস্টেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে আউট হয়ে গিয়েছিলেন। এবার করলেন সেঞ্চুরি। নাঈমকে বাউন্ডারিতে ১৮৬ বলে স্পর্শ করেন তিন অঙ্ক।

বাংলাদেশ ম্যাচে ফেরে সেই ওভারেই। সেঞ্চুরির পরের বলেই আলগা ড্রাইভ খেলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১০২ রান করা রহমত। ভাঙে আসগরের সঙ্গে তার ১২০ রানের জুটি।

ওই ওভারেই নাঈমের স্কিড করা বলে লাইন মিস করে বোল্ড মোহাম্মদ নবি।

সেই জোড়া ছোবলের পর আবার হতাশার প্রহর। সেশনের বাকিটায় দুর্দান্ত ব্যাট করে আফগানদের এগিয়ে নেন আসগর ও আফসার জাজাই। দ্বিতীয় নতুন বলেও বাংলাদেশ পায়নি সাফল্য।

দিনশেষে আসগর ও আফসারের অবিচ্ছিন্ন জুটির রান ৭৪। আসগর পাচ্ছেন সেঞ্চুরির সুবাস, ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮৮ রানে। কিপার-ব্যাটসম্যান আফসার জাজাই দিন শেষ করেছেন ৩৫ রানে।

দুজনের জুটি দীর্ঘায়িত করেছে বাংলাদেশের হতাশার প্রহর। সকালের ঔজ্জ্বল্য দিনশেষে হয়ে গেছে বিবর্ণ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৯৬ ওভারে ২৭১/৫ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, শহিদি ১৪, আসগর ৮৮*, নবি ০, আফসার ৩৫*; তাইজুল ৩১-৪-৭৩-২, সাকিব ১৭-১-৫০-০, মিরাজ ২২-৪-৫৯-০, নাঈম ১৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ৪-০-৯-১, সৌম্য ৪-০-২৬-০, মুমিনুল ৪-০-৯-০, মোসাদ্দেক ১-০-১-০)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ষাটের দশকের ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম

কাজী সিরাজুল আলম ষাটের দশকের শেষদিকে চট্টগ্রামের একজন বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। ৬৯-৭০-এ তিনি ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন। তাঁর বাড়ি সীতাকুণ্ডে; তিনি সীতাকুণ্ডে ৬৯-এর

বিস্তারিত »

বাঙালি জাতীয়তাবাদের উন্মাতাল ঝড়ে মনিরুজ্জামান মন্টু এক সাহসী নাবিক

গত শতাব্দির উনসত্তর, সত্তর, একাত্তরে বাঙালি জাতীয়তাবাদের উন্মাতাল ঝড়ে বাংলাদেশ লÐভÐ হয়ে যাচ্ছিলো, সেই ঝড়ো হাওয়ার দিনে কাজী মনিরুজ্জামান মন্টু ছিলেন, চট্টগ্রাম সরকারী কলেজ ছাত্র

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ : পটিয়ার আওয়ামী রাজনীতির বটবৃক্ষ

শামসুদ্দিন আহমদ ষাটের দশকের বিশিষ্ট ছাত্রনেতা। তিনি পটিয়ায় রাজনীতি করলেও চট্টগ্রামের সামগ্রিক ছাত্র রাজনীতিতে তাঁর অবদান অস্বীকার করা যায় না। পটিয়া ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের

বিস্তারিত »

রায় সাহেব কামিনী কুমার ঘোষ হত্যাকাণ্ড

আইনবিদ, শিক্ষাবিদ, সমাজহিতৈষী, শহীদ বুদ্ধিজীবী রায় সাহেব কামিনী কুমার ঘোষকে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর ২৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী হত্যা করে। কামিনী কুমার ঘোষ ১ জানুয়ারি ১৮৮৮

বিস্তারিত »

‘কেয়ামতের ফজরেও আ.লীগ রাজনীতি করতে পারবে না’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নবী মুহাম্মদ (স.) যেমন মসজিদের ঈমাম, যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি।

বিস্তারিত »

আন্দরকিল্লায় দুটি সড়কে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য

ব্যাটারি রিকশার দৌরাত্ম্যে নগরীর আন্দরকিল্লা এলাকার দুইটি সড়কে যানবাহন তো দূরের কথা পথচারীর চলাচলও কঠিন হয়ে উঠে। ভয়াবহ রকমের বিশৃঙ্খল অবস্থায় থাকা ব্যাটারি রিকশাগুলো পথচারীদের

বিস্তারিত »

আজ সৈয়দপুর আসবেন বেবী নাজনীন

সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিলে যোগ দেবেন তিনি। সৈয়দপুর

বিস্তারিত »

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৬ নভেম্বর)

বিস্তারিত »

সরকারের নানা উদ্যোগ: ভাঙেনি সিন্ডিকেট, বাজারে অস্বস্তি

নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও স্বস্তি ফেরেনি বাজারে। বাজার স্থিতিশীল রাখতে চাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল ও ডিম আমদানিতে শুল্ক ছাড়, নিত্যপণ্যের বাজার

বিস্তারিত »