বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক, ১৪৩২, ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭

রহমত-আসগরের দৃঢ়তায় আফগানিস্তান ৫ উইকেটে ২৭১

মুক্তি ডেস্ক : বাংলাদেশের একগাদা স্পিনারের সৌজন্যে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে খেলা হলো ৯৬ ওভার। আফগানিস্তান তুলেছে ৫ উইকেটে ২৭১ রান।

আফগানিস্তানের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হয়ে রেকর্ডের পাতায় নাম স্থায়ী করে ফেলেছেন রহমত। দ্বিতীয় সেঞ্চুরিয়ান হওয়ার অপেক্ষায় দিন শেষ করেছেন আসগর। অপরাজিত আছেন ৮৮ রানে।

প্রথম দিনেই বাংলাদেশের হয়ে হাত ঘুরিয়েছেন ৮ বোলার, তাদের ৭ জনই স্পিনার। কিন্তু শুরুটা ভালো করলেও সেটি পরে ধরে রাখতে পারেননি স্পিনাররা।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন দুই উইকেট। প্রথমটি নিয়ে গড়েছেন বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড। দুটি উইকেট নিয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। অন্যটি মাহমুদউল্লাহর।

স্পিনারদের সৌজন্যেই প্রথম সেশনে আফগানদের দারুণ চাপে রেখেছিল বাংলাদেশ। একাদশে স্পেশালিস্ট পেসার নেই একজনও। তাইজুল ও সাকিব আল হাসান শুরু করেন নতুন বলে আক্রমণ। চতুর্থ ওভারে আসেন মেহেদী হাসান মিরাজ।

এরপর চলতেই থাকে স্পিন প্রদর্শনী। তবে শুরুতে ঔজ্জ্বল্য থাকলেও ক্রমে বিবর্ণ হয়ে ওঠেন স্পিনাররা।

সকালে টস করতে নেমেই রশিদ খান গড়েন ইতিহাস। ২০ বছর ৩৫০ দিন বয়সে নেতৃত্ব দিয়ে হয়ে যান টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক। টস ভাগ্যকে পাশেও পান এই লেগ স্পিনার, আফগানরা নামে ব্যাটিংয়ে।

দুই আফগান ওপেনারের শুরুটা ছিল ভীষণ সাবধানী। প্রথম বাউন্ডারি আসে ম্যাচের দশম ওভারে।

প্রথম ১০ ওভারে রান ছিল ১৫। প্রথম ঘণ্টায় ১৬ ওভারে ছিল কেবল ২৫ রান।

সাবধানী শুরুর পরও খুব বড় হয়নি উদ্বোধনী জুটি। তাইজুলের ধ্রুপদী এক ডেলিভারিতে ৯ রানে বিদায় নেন ইহসান উল্লাহ।

দ্বিতীয় ঘণ্টায় রানের গতি একটু বাড়ায় আফগানরা। অভিষিক্ত ওপেনার ইব্রাহিম জাদরান পায়ের ব্যবহার শুরু করেন একটু। রহমতও খেলতে থাকেন স্বচ্ছন্দে।

এই জুটিও ভাঙেন তাইজুল। বেরিয়ে এসে খেলতে গিয়ে ২১ রানে থামে ইব্রাহিমের সম্ভাবনাময় ইনিংসটি।

পরের জুটিতে হাশমতউল্লাহ শহিদি ও রহমত খেলছিলেন সাবলীলভাবেই। কিন্তু লাঞ্চের আগে শেষ ওভারে গড়বড়।

বিরতির আগে বৈচিত্রের জন্য মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন সাকিব। এমনিতে বেশ ঠা-া মাথার ও গোছানো ব্যাটসম্যান হলেও ভুল করে বসেন শহিদি। বাইরের বল খেলতে গিয়ে তুলে দেন স্লিপে সৌম্যর হাতে।

লাঞ্চের পর খুব একটা ভুলের পথে পা বাড়াননি রহমত ও আসগর। দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। অস্বস্তির রেশ ছিল না তাদের ব্যাটিংয়ে। রান বাড়িয়েছেন অনায়াসে।

বাংলাদেশের স্পিনাররাও হারান ধৈর্য্য। টানা ভালো জায়গায় বল রেখে যেতে পারেননি। আলগা বল পেলেই ফায়দা নেন রহমত ও আসগর।

দুজনই অবশ্য বেঁচেছেন একবার করে। ৯ রানে মিরাজের বলে শর্ট লেগে আসগরের কঠিন ক্যাচ নিতে পারেননি সাদমান ইসলাম। রহমতকে ৯৪ রানে সরাসরি থ্রোয়ে রান আউট করতে পারেননি সাকিব।

দ্বিতীয় সেশনে পড়েনি কোনো উইকেট। শেষ সেশনের শুরুতেই রহমতের ইতিহাস গড়া মুহূর্ত। আগের টেস্টেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে আউট হয়ে গিয়েছিলেন। এবার করলেন সেঞ্চুরি। নাঈমকে বাউন্ডারিতে ১৮৬ বলে স্পর্শ করেন তিন অঙ্ক।

বাংলাদেশ ম্যাচে ফেরে সেই ওভারেই। সেঞ্চুরির পরের বলেই আলগা ড্রাইভ খেলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১০২ রান করা রহমত। ভাঙে আসগরের সঙ্গে তার ১২০ রানের জুটি।

ওই ওভারেই নাঈমের স্কিড করা বলে লাইন মিস করে বোল্ড মোহাম্মদ নবি।

সেই জোড়া ছোবলের পর আবার হতাশার প্রহর। সেশনের বাকিটায় দুর্দান্ত ব্যাট করে আফগানদের এগিয়ে নেন আসগর ও আফসার জাজাই। দ্বিতীয় নতুন বলেও বাংলাদেশ পায়নি সাফল্য।

দিনশেষে আসগর ও আফসারের অবিচ্ছিন্ন জুটির রান ৭৪। আসগর পাচ্ছেন সেঞ্চুরির সুবাস, ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮৮ রানে। কিপার-ব্যাটসম্যান আফসার জাজাই দিন শেষ করেছেন ৩৫ রানে।

দুজনের জুটি দীর্ঘায়িত করেছে বাংলাদেশের হতাশার প্রহর। সকালের ঔজ্জ্বল্য দিনশেষে হয়ে গেছে বিবর্ণ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৯৬ ওভারে ২৭১/৫ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, শহিদি ১৪, আসগর ৮৮*, নবি ০, আফসার ৩৫*; তাইজুল ৩১-৪-৭৩-২, সাকিব ১৭-১-৫০-০, মিরাজ ২২-৪-৫৯-০, নাঈম ১৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ৪-০-৯-১, সৌম্য ৪-০-২৬-০, মুমিনুল ৪-০-৯-০, মোসাদ্দেক ১-০-১-০)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বিদেশ থেকে টাকা আসছে দেশ ‘অশান্ত করতে’ অলি আহমদ

দেশে ‘অশান্ত পরিবেশ’ সৃষ্টি করতে আওয়ামী লীগের লোকজন বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন বলে মন্তব্য করেছেন অলি আহমদ। রোববার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক

বিস্তারিত »

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা

বিস্তারিত »

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি/ ফাইল ছবি রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত »

শাহরুখ খানকে খোঁচা দিলেন কঙ্গনা

বলিউড তারকা কঙ্গনা রানাউত এবং বিতর্ক যেন একে-অপরের সমার্থক। বরাবর বেফাঁস মন্তব্য করে কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্টের কারণে তিনি সংবাদ শিরোনাম হয়েছেন। সিনেমা অঙ্গন কিংবা

বিস্তারিত »

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সভায় যোগ দিতে আজ রোববার (১২ অক্টোবর) ইতালির রোম সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা

বিস্তারিত »

২০২৭ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় ৪০ হাজার কোটি ইউরো বিনিয়োগ করবে ইইউ

‘গ্লোবাল গেটওয়ে কর্মসূচি’র আওতায় ২০২৭ সালের মধ্যে ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ইউরোরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা

বিস্তারিত »

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতি বছর ১১ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটিকে ঘিরে বিভিন্ন দেশে নানা আয়োজন থাকে। বিশেষ করে কন্যাশিশুদের

বিস্তারিত »

২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২০২১৯৫ টাকা

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বেড়েছে, যা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক

বিস্তারিত »

মস্তিষ্কের বয়স বাড়ায় যেসব পানীয়

  কিছু পানীয় দেখতে অস্বাস্থ্যকর না লাগলেও- অতিরিক্ত পান করলে স্মৃতিশক্তি হ্রাস, চিন্তাশক্তির ধীরগতি এমনকি ডিমেনশা বা স্মৃতিভ্রংশ ও স্ট্রোকের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে

বিস্তারিত »