রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১, ২৫ রজব, ১৪৪৬

মিরসরাইয়ে তিন ফসলি জমিতে বহুতল ভবন কৃষিজমিতে ভবন নির্মাণের অনুমতি দিলো ইউপি চেয়ারম্যান সোনা মিয়া!

মুক্তি ৭১ ডেস্ক-মিরসরাই প্রতিনিধি :

‘কিছুতেই এটা করতে পারে না। এসিল্যান্ডকে আপনারাও জানান আমিও বলছি। এটা গুড়িয়ে দেয়া হবে। আমি কৃষিজমিতে কোন ধরণের স্থাপনা নির্মাণ করতে দিবো না।’-ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য, চট্টগ্রাম-১ মিরসরাই

‘চেয়ারম্যান ইমারত নির্মাণের অনুমোদন দেয়ার এখতিয়ার রাখেন না। এটির বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।’- মাহফুজা জেরিন, উপজেলা নির্বাহী অফিসার, মিরসরাই

মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) :::
তিন ফসলি জমিতে সরকারি বেসরকারি স্থাপনা নির্মাণ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মিরসরাইতে একের পর স্থাপনা গুড়িয়ে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখানকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একাধিকবার উপজেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করে স্থানীয় পৌর মেয়র ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে তাগিদ দেন। তিনি নিজেও এলাকায় কৃষিজমি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছেন।

অথচ এমপির খুব বিশ^স্ত হিসেবে সুখ্যাতি থাকা উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া তিন ফসলি জমিতে একটি বহুতল ভবন নির্মাণে অনুমতি দিয়েছেন।

এ বিষয়ে মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘এটা কিছুতেই করতে পারে না। এসিল্যান্ডকে আপনারাও জানান, আমিও বলছি। কৃষিজমিতে এ ধরণের স্থাপনা গুড়িয়ে দেয়া হবে।’

ইউনিয়ন পরিষদের অনুমতিপত্রে (অনলাইন) দেখা গেছে, মো. সাদেক হোসেন নামের এক ব্যক্তিকে চেয়ারম্যান ৩ হাজার স্কয়ার ফুটের ৫ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণের অনুমতি প্রদান করেন। সরেজমিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজম নগর মৌজার পূর্ব হিঙ্গুলী গ্রামে গিয়ে দেখা যায়, ৯২৮ বিএস দাগে এস.কে এন্টারপ্রাইজ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ওই স্থানে ২৫ শতক পরিমাণ জমি মাটি দিয়ে ভরাট করে সীমানা প্রাচীর ও ভবন নির্মাণ করছে। যেখানকার চারপাশে তিনি ফসলি কৃষিজমি।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় পাশ^বর্তী দুই কৃষক অভিযোগ করেন, আমরা এখানে আমন আইশ এবং রবিশষ্য আবাদ করি। এখন জমির পাশে এত বড় ভবন নির্মাণ হলে জমিতে রোদ পড়বে না, ফলন হবে না। বরং জমি নষ্ট হবে।

এ বিষয়ে ভবনের মালিক মো. সাদেক হোসেন দাবি করেন, তিনি সরকারি নিময় মেনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে আবাসিক ভবন নির্মাণের জন্য অনুমতি নিয়েছেন।

নির্মাণাধীন ভবন আবাসিক হিসেবে অনুমোদন হলেও ভবনের মূল ফটকে বাণিজ্যিক সাইনবোর্ড কেন জানতে চাইলে মো. সাদেক হোসেন বলেন, ‘আপাতত এটি লাগিয়েছি। মূলত আমি এখানে বাড়ি করছি।’

তিন ফসলি জমিতে বহুতল আবাসিক বা বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি প্রদান প্রসঙ্গে চেয়ারম্যান সোনা মিয়া বলেন, ‘আমরা আসলে এতকিছু দেখি না। বাড়িঘর নির্মাণের অনুমতি দেয়ার বিষয়ে ইউপি সদস্যরা সরেজমিন দেখে আমাদের সুপারিশ করেন আমরা অনুমতি দিয়ে দিই।’

এদিকে ২০১৩ সালের ২৪ এপ্রিল সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের তৎকালীন উপ-সচিব কামরুন্নাহার স্বাক্ষরিত একটি চিঠিতে মিরসরাই উপজেলা প্রশাসনকে জানানো হয়, ইউনিয়ন পরিষদের আওতায় থাকা এলাকাগুলোতে বিভিন্ন সময় ভবন, স্থাপনা বা ইমারত নির্মাণের অনুমতি দেয়া হয়। যা ইউনিয়ন পরিষদের ক্ষমতা বহির্ভূত কাজ।
ওই চিঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২য় তফসীলের কার্যাবলী ও কর্মকান্ডের কথা উল্লেখ করে বলা হয়, আইন/বিধি বহির্ভূতভাবে কোন ইউনিয়ন পরিষদ যদি এ ধরণের কর্মকান্ডে যুক্ত থাকে। তাহলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছে আইনি ব্যাখ্যাসহ বক্তব্য চাইলে তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় ২০১৭ সালের ১০ জুলাই ইউনিয়ন ও উপজেলা আওতাধীন ইমারত বা ভবনের নকশা অনুমোদন এবং ভবনের গুণগতমান নিশ্চিত করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে।

তিনি এসময় বলেন, ‘কমিটির সিদ্ধান্তের বাহিরে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমারত বা ভবন নির্মাণের অনুমোদন দেয়ার ইখতিয়ার রাখেন না। এটির বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

‘কেয়ামতের ফজরেও আ.লীগ রাজনীতি করতে পারবে না’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নবী মুহাম্মদ (স.) যেমন মসজিদের ঈমাম, যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি।

বিস্তারিত »

আন্দরকিল্লায় দুটি সড়কে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য

ব্যাটারি রিকশার দৌরাত্ম্যে নগরীর আন্দরকিল্লা এলাকার দুইটি সড়কে যানবাহন তো দূরের কথা পথচারীর চলাচলও কঠিন হয়ে উঠে। ভয়াবহ রকমের বিশৃঙ্খল অবস্থায় থাকা ব্যাটারি রিকশাগুলো পথচারীদের

বিস্তারিত »

আজ সৈয়দপুর আসবেন বেবী নাজনীন

সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিলে যোগ দেবেন তিনি। সৈয়দপুর

বিস্তারিত »

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৬ নভেম্বর)

বিস্তারিত »

সরকারের নানা উদ্যোগ: ভাঙেনি সিন্ডিকেট, বাজারে অস্বস্তি

নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও স্বস্তি ফেরেনি বাজারে। বাজার স্থিতিশীল রাখতে চাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল ও ডিম আমদানিতে শুল্ক ছাড়, নিত্যপণ্যের বাজার

বিস্তারিত »

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবিতে সনাতন মঞ্চের নেতারা

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন

বিস্তারিত »

নবম বিসিএস ফোরামের সভাপতি আবুল কালাম, মহাসচিব শীষ হায়দার চৌধুরী নবম বিসিএস ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম

বিস্তারিত »

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিল, আটক ৫

নেত্রকোনার পূর্বধলায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে

বিস্তারিত »

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ

বিস্তারিত »