বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মেসি ম্যাজিকে ক্রোয়েটদের ফাইনালে আর্জেন্টিনা

মেসি ম্যাজিকে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে টিকিট কাটলো আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালের পর আবারো মেসির সামনে সুযোগ আসলো বিশ্বকাপ ট্রফি জয়ের।

২০১৮ সালের বিশ্বকাপের মঞ্চে শেষবারে সাক্ষাতে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্রোয়েশিয়া। ঠিক এর পরের বিশ্বকাপে যেন সেই ঋণটিই শোধ করলো আর্জেন্টিনা।

মহাতারকা মেসি এদিন নিজে এক গোল করেছেন, আরেক গোল করিয়েছেন, অবদান রেখেছেন আরও এক গোলেও৷ পাঁচ গোল করে গোল্ডেন বুটের যেমন দাবিদার তেমনি গোল্ডেন বলেও সমান দাবি রাখবেন এই আর্জেন্টাইন।

ম্যাচের শুরু থেকে ক্রোয়েশিয়া বল দখলে রাখলেও সুবিধা করতে পারেনি। অপরদিকে ম্যাচের ২৬ মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের দূরপাল্লার শট রুখে দেন লিভাকোভিচ। ম্যাচের ৩৩ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের দারুণ এক পাস থেকে ডি বক্সের ভেতর বল পান আলভারেজ। আলভারেজকে ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান।

স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ৩৩ মিনিটে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। তাছাড়া সব মিলিয়ে বিশ্বকাপে ১১টি গোল করলেন মেসি। ছাড়িয়ে গেলে আরেক আর্জেন্টাইন তারকা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

এই গোলের কিছু পরই এবারর হুলিয়ান আলভারেজের দারুণ গোলে ৩৯ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা। বিশ্বকাপে এটি তার ৩য় গোল।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে আবারো মাঝমাঠের দখল নেয় ক্রোয়েশিয়া। কিন্তু এবারও বিফল।

৫৯ মিনিটে এনজোর সঙ্গে ওয়ান টু ওয়ান অয়াসে ডি বক্সের ভেতরে ঢুকে মেসি বা পায়ের শট নিলে দারুণভাবে রুখে দেন লিভাকোভিচ।

বল নিজেদের দখলে রাখলেও গোলের সুযোগই তৈরি করতে পারেনি ক্রোয়েশিয়া। উলটো ৭০ মিনিটে আর্জেন্টিনা আবারো গোল দিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের ৭০ মিনিটে দারুণভাবে মাঝমাঠ থেকে একা বল নিয়ে ডিবক্সের ভেতরে ডিফেন্ডার ভার্ডিওলকে কাটিয়ে ডিবক্সের ভেতর মেসি আলভারেজকে পাস দিলে দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। বিশ্বকাপে এটি আলভারেজের চতুর্থ গোল এবং মেসির অষ্টম অ্যাসিস্ট।

ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচকেও উঠিয়ে নেন কোচ দালিচ। ফলে ম্যাচের বাকি সময় ছিল শুধু আর্জেন্টিনার জয়ের অপেক্ষা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে

নির্বাচনে সবসময় স্বতন্ত্র প্রার্থী ছিল এবং থাকে, অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিতও হয়। তবে আমাদের দলের যারা পদধারী স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে

বিস্তারিত »

প্রথম বলেই শেষ বাংলাদেশের ইনিংস

প্রথম দিন ৩১০ রানে শেষ করেছিল বাংলাদেশ । এই রান করতে হারিয়েছিল ৯ উইকেট। বুধবার (২৯ নভেম্বর) শেষ উইকেটে শরীফুল-তাইজুল বাংলাদেশের ইনিংস কতদুর নিয়ে যাবেন

বিস্তারিত »

জয়-মুমিনুনের উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

চা বিরতির খানিক আগেই সোধী-ফিলিপসের কাছে জোড়া (জয়-মুমিনুল) উইকেট হারায়। যে কারণে স্বস্তিতে থাকা বাংলাদেশ চা বিরতিতে গেল অস্বস্তি নিয়ে। তার আগে চার উইকেট হারিয়ে

বিস্তারিত »

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের পর বাংলাদেশের প্রথম সিরিজ। হতাশা কাটাতে এই সিরিজটি বেশ গুরুত্ব বহন করছে স্বাগতিকদের কাছে। বিশ্বকাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ নামছে টেস্টে। ফরম্যাট ভিন্ন হলেও

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ায় সদস্যাদের ইভেন্ট সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার সদস্যা ইভেন্টসমূহ সম্পন্ন হয়েছে। সদস্যাদের হিট দ্য স্ট্যাম্পে অপর্ণা খাস্তগীর প্রথম, সুচন্দা নন্দী দ্বিতীয় এবং শাহিন আরা

বিস্তারিত »

পটিয়ায় শামসু, সীতাকুণ্ডে দিদার ও চকরিয়ায় জাফর আলম বাদ

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য ৩০০টি আসনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও বর্তমান শাসক দল আওয়ামী লীগের বহু

বিস্তারিত »

এইচএসসি ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। রোববার (২৬ নভেম্বর)

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার ক্যারমে সাইদুল-শৈবাল চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ দ্বৈতে সাইদুল ইসলাম-শৈবাল আচার্য জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) এ প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন আহমেদ

বিস্তারিত »

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আজ

প্রায় একযুগ পর আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায়। আর এবারের নির্বাচনের যে উম্মাদনা আর উৎসবের আমেজ, তা আগে কখনোই দেখা যায়নি। মোট

বিস্তারিত »