বিশ্ববরেণ্য নিউরোসার্জন, চট্টগ্রামের গৌরব ড. আর পি সেনগুপ্ত ও বি ই দীর্ঘ ৬৪ বছর পর চট্টলামাতার চরণে আত্মনিবেদনের জন্য চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রামের এই কৃতীসন্তানের সম্মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব আ.জ.ম. নাছির উদ্দিন চট্টগ্রামবাসীর পক্ষে থেকে আজ বৃহস্পতিবার ১২টায় জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছেন। পরে তাঁকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করবেন।
ড. সেনগুপ্ত এর আগে কাল সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে এক সায়েন্টিফিক সেমিনারে যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় আসকারদিঘির পাড়স্থ রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন।
ড. আর পি সেনগুপ্ত ৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২টায় ফতেয়াবাদ নন্দীরহাটে তাঁর নামে নির্মিত একটি সড়ক মেয়রের সঙ্গে যৌথভাবে উদ্বোধন ও লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের সংবর্ধনা সভায় যোগদান করবেন। একইদিন বিকেল ৪টায় তিনি ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন। উল্লেখ্য, তিনি ১৯৪৪ সালে ফতেয়াবাদ হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলেন।
৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় তিনি প্রবর্তক মোড়ে অটিজম স্কুল ‘নিষ্পাপ’ পরিদর্শন এবং বিকেল ৪টায় প্রবর্তক সংঘ অনাথালয় পরিদর্শন করবেন।
৮ সেপ্টেম্বর রবিবার সকালে তিনি কলকাতার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।