মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক, ১৪৩২, ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭

চবিতে নজিরবিহীন তাণ্ডবে যারা জড়িত

মুক্তি৭১ ডেস্ক

শাটল ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থী পড়ে আহত হবার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছে, তার সঙ্গে জড়িত ছিল ছাত্রলীগের বগিভিত্তিক তিনটি গ্রুপের সদস্যরা।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কাজে লাগিয়ে এক শিক্ষার্থী নিহতের গুজব ছড়িয়ে তারা ভাঙচুর চালায়। এ ঘটনায় যে দুটি মামলা হয়েছে তাতে নাম উল্লেখ করা আসামিদের বেশিরভাগই সংগঠনটির কর্মী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে দুর্ঘটনার পর নজিরবিহীন ভাঙচুর চলে উপাচার্যের বাসভবনসহ ক্যাম্পাসজুড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক শিক্ষার্থী নিহত হওয়ার গুজব ওঠার পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠে আন্দোলনকারীরা।

সাধারণ শিক্ষার্থীদের মতে, গুজব ছড়িয়ে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠীর ইন্ধনে চলে এই তাণ্ডব।

শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে অন্যদিকে মোর নিতে অনেকে গুজব ছড়িয়েছে। আমাদের এক বন্ধু মারা গেছে বলে আমদের মাঝে ছড়িয়ে দেয়া হয়। এর পেছনে অন্য কোনো চক্রান্ত ছিল কিনা তা প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

ওই রাতে এক শিক্ষার্থী নিহত হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছিলেন ব্লগার ইমরান নাজির ইমন। তার দাবি বিভিন্ন ফেসবুক গ্রুপে শিক্ষার্থী নিহতের খবর দেখে লাইভে আসেন তিনি। যদিও সেটিই কাল হয় তার। ভাঙচুরের মামলায় এখন দুই নম্বর আসামি ইমরান।

ব্লগার ইমরান নাজির ইমন বলেন, আমি মূলত একজন কনটেন্ট ক্রিয়েটর। আমি কনটেন্ট বানানোর জন্য ফুটেজ সংগ্রহ করতে সেখানে গিয়েছিলাম। আমার একটাই দাবি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে যেন আসল আসামিকে শনাক্ত করা হয়।

অনুসন্ধানে উঠে আসে, বিক্ষোভ শুরু পরপরই দুটি গ্রুপে ভাগ হয়ে চলে ভাঙচুর। যাতে জড়িত ছিলে ছাত্রলীগের বগি ভিত্তিক সিক্সটি নাইন, সিএফসি ও বিজয় গ্রুপের সদস্যরা। যদিও গ্রুপগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদের দাবি ভিন্ন।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমার মনে হয় না ছাত্রলীগের কোনো কর্মী এই আন্দোলনের ভিন্ন যে প্যাটার্নের কথা বলা হচ্ছে ওই প্যাটার্নের কোনো কু-কর্মের সঙ্গে যুক্ত ছিল।

চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, আমার কোনো অনুসারী তো দূরের কথা আমিও যদি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত থাকি তবে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক।

চবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান বলেন, যেই জড়িত থাকুক সেটা যদি আমার ছোটভাইও হয়ে থাকে সেও অপরাধী। এটা ছাত্রলীগের সঙ্গে জড়িত বিষয় নয়।

ভাঙচুরের ঘটনায় দুটি মামলায় যে ১৪ জনের নাম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সিক্সটি নাইন গ্রুপের সদস্যদের। অভিযোগ উঠে গেল ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয় গ্রুপটির নেতা রাজু মুন্সীর বিরুদ্ধে। এ ছাড়া চার সেপ্টেম্বর হলে গিয়ে তার কক্ষ সিলগালা করে প্রশাসন। তাই শাটল ট্রেনের দুর্ঘটনাকে কাজে লাগিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ করে সিক্সটি নাইন। যদিও কারো ব্যক্তিগত ক্ষোভের দায় সংগঠনটি নেবে না বলে জানান ছাত্রলীগ সভাপতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, চবি ছাত্রলীগের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মসূচি ছিল না। যারা এ কাজ করেছে তারা তাদের একান্ত ব্যক্তিগত জায়গা থেকেই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের দায় নেয়ার সুযোগ নেই। তবে ভাঙচুরের ঘটনায় কার কার ইন্ধন আছে তা খতিয়ে দেখছে প্রশাসন।

চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, মামলা করা হয়েছে। পুলিশের কাছে তথ্য আছে, আমাদের কাছেও তথ্য-প্রমাণ আছে। সবকিছু অনুসন্ধান করে যে বা যারা দোষী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় ১৫টি মত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে প্রশাসনের কাছে। সে ফুটেজগুলো পর্যালোচনা করছে প্রশাসন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানালো বাংলাদেশ

জেনেভায় গৃহীত ‘জেনেভা কনসেন্সাস’ এর মধ্য দিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের ১৬তম মন্ত্রীপর্যায়ের শীর্ষ অধিবেশন (আঙ্কটাড ১৬) সফলভাবে সমাপ্ত হয়েছে। ২০-২৩ অক্টোবর অনুষ্ঠিত

বিস্তারিত »

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন

  থাইল্যান্ডের রানি মা সিরিকিত থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের রাজা

বিস্তারিত »

মির্জা ফখরুল : বিএনপি সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়ে তুলবে

ক্ষমতায় গেলে বিএনপি সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকায় ক্ষুদ্র

বিস্তারিত »

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »