বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ, ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৫

চবিতে নজিরবিহীন তাণ্ডবে যারা জড়িত

মুক্তি৭১ ডেস্ক

শাটল ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থী পড়ে আহত হবার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছে, তার সঙ্গে জড়িত ছিল ছাত্রলীগের বগিভিত্তিক তিনটি গ্রুপের সদস্যরা।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কাজে লাগিয়ে এক শিক্ষার্থী নিহতের গুজব ছড়িয়ে তারা ভাঙচুর চালায়। এ ঘটনায় যে দুটি মামলা হয়েছে তাতে নাম উল্লেখ করা আসামিদের বেশিরভাগই সংগঠনটির কর্মী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে দুর্ঘটনার পর নজিরবিহীন ভাঙচুর চলে উপাচার্যের বাসভবনসহ ক্যাম্পাসজুড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক শিক্ষার্থী নিহত হওয়ার গুজব ওঠার পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠে আন্দোলনকারীরা।

সাধারণ শিক্ষার্থীদের মতে, গুজব ছড়িয়ে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠীর ইন্ধনে চলে এই তাণ্ডব।

শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে অন্যদিকে মোর নিতে অনেকে গুজব ছড়িয়েছে। আমাদের এক বন্ধু মারা গেছে বলে আমদের মাঝে ছড়িয়ে দেয়া হয়। এর পেছনে অন্য কোনো চক্রান্ত ছিল কিনা তা প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

ওই রাতে এক শিক্ষার্থী নিহত হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছিলেন ব্লগার ইমরান নাজির ইমন। তার দাবি বিভিন্ন ফেসবুক গ্রুপে শিক্ষার্থী নিহতের খবর দেখে লাইভে আসেন তিনি। যদিও সেটিই কাল হয় তার। ভাঙচুরের মামলায় এখন দুই নম্বর আসামি ইমরান।

ব্লগার ইমরান নাজির ইমন বলেন, আমি মূলত একজন কনটেন্ট ক্রিয়েটর। আমি কনটেন্ট বানানোর জন্য ফুটেজ সংগ্রহ করতে সেখানে গিয়েছিলাম। আমার একটাই দাবি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে যেন আসল আসামিকে শনাক্ত করা হয়।

অনুসন্ধানে উঠে আসে, বিক্ষোভ শুরু পরপরই দুটি গ্রুপে ভাগ হয়ে চলে ভাঙচুর। যাতে জড়িত ছিলে ছাত্রলীগের বগি ভিত্তিক সিক্সটি নাইন, সিএফসি ও বিজয় গ্রুপের সদস্যরা। যদিও গ্রুপগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদের দাবি ভিন্ন।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমার মনে হয় না ছাত্রলীগের কোনো কর্মী এই আন্দোলনের ভিন্ন যে প্যাটার্নের কথা বলা হচ্ছে ওই প্যাটার্নের কোনো কু-কর্মের সঙ্গে যুক্ত ছিল।

চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, আমার কোনো অনুসারী তো দূরের কথা আমিও যদি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত থাকি তবে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক।

চবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান বলেন, যেই জড়িত থাকুক সেটা যদি আমার ছোটভাইও হয়ে থাকে সেও অপরাধী। এটা ছাত্রলীগের সঙ্গে জড়িত বিষয় নয়।

ভাঙচুরের ঘটনায় দুটি মামলায় যে ১৪ জনের নাম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সিক্সটি নাইন গ্রুপের সদস্যদের। অভিযোগ উঠে গেল ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয় গ্রুপটির নেতা রাজু মুন্সীর বিরুদ্ধে। এ ছাড়া চার সেপ্টেম্বর হলে গিয়ে তার কক্ষ সিলগালা করে প্রশাসন। তাই শাটল ট্রেনের দুর্ঘটনাকে কাজে লাগিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ করে সিক্সটি নাইন। যদিও কারো ব্যক্তিগত ক্ষোভের দায় সংগঠনটি নেবে না বলে জানান ছাত্রলীগ সভাপতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, চবি ছাত্রলীগের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মসূচি ছিল না। যারা এ কাজ করেছে তারা তাদের একান্ত ব্যক্তিগত জায়গা থেকেই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের দায় নেয়ার সুযোগ নেই। তবে ভাঙচুরের ঘটনায় কার কার ইন্ধন আছে তা খতিয়ে দেখছে প্রশাসন।

চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, মামলা করা হয়েছে। পুলিশের কাছে তথ্য আছে, আমাদের কাছেও তথ্য-প্রমাণ আছে। সবকিছু অনুসন্ধান করে যে বা যারা দোষী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় ১৫টি মত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে প্রশাসনের কাছে। সে ফুটেজগুলো পর্যালোচনা করছে প্রশাসন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দেশের ৩৩৮ থানার ওসি বদলি, ইসির অনুমোদন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে

বিস্তারিত »

ইউক্রেনের সাবেক এমপিকে গুলি করে হত্যা

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক রুশপন্থি সদস্য ইলিয়া কিভাকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ইলিয়া কিভাকে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার টিটিতে সেলিম চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস (টিটি) পঞ্চাশোর্ধ এককে সুলতান মাহমুদ সেলিম চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্যদিয়ে

বিস্তারিত »

চন্দনাইশে ১৫ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদক বহনে জড়িত থাকার দায়ে মো. খালেদ মোশারাফ (৪৩) ও মোহাম্মদ

বিস্তারিত »

বুশরার সঙ্গে ইমরান খানের অবৈধ সম্পর্ক ছিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের (৭১) স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার এক কর্মচারী দাবি করেছেন বুশরার সঙ্গে ইমরান খানের অবৈধ সম্পর্ক ছিল।

বিস্তারিত »

বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে। জননস্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে

বিস্তারিত »

পটিয়ায় নৌকার পক্ষে ইউপি চেয়ারম্যানরা ঐক্যবদ্ধ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত

বিস্তারিত »

পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চট্টগ্রামের মিরসরাইয়ে আসামী বহনকারী পুলিশের একটি মাইক্রো বাসের ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী

বিস্তারিত »

দীঘিনালায় দুই ইটভাটায় অভিযান, জরিমানা আদায়

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দু্ই ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার(৬ ডিসেম্বর) সকালে এ অভিযান

বিস্তারিত »