সাগর পাড় বাজার দাম কমানোর সিন্ডিকেট হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরের ৩৮ নম্বর ওয়ার্ডস্থ ধুমপাড়া এলাকায় ইপিজেড পকেট গেট সংলগ্ন সাগর পাড় বাজারের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজন বলেন, বর্তমান সময়ে একটি প্রচলিত শব্দ হচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। কোন একটি জিনিসের চাহিদা বাড়লে সেটাকে সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধি করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। সর্বশেষ ডাবকেও সিন্ডিকেট করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই সব জায়গায় যখন দামের ঊর্ধ্বগতির সিন্ডিকেটের পোয়াবারো ঠিক সেই মুহুর্তে সাগর পাড় বাজার দাম কমানোর সিন্ডিকেট হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন আমি আশা করবো এ বাজারে মাছ, মাংস, শাকসবজি ও অন্যান্য জিনিসপত্রের দাম অন্য বাজারের চেয়ে তুলনামূলকভাবে কম হবে। কারণ এ বাজারের দোকানিদের কাছ থেকে কোন প্রকার অগ্রিম টাকা নেয়া হয়নি এবং কোন প্রকার মাসিক ভাড়াও আদায় করা হবে না। আবদুল্লাহ আল হাসান মিয়া নামক একজন প্রবাসী সম্পূর্ণ সেবার উদ্দেশ্যে এ বাজারটি প্রতিষ্ঠা করেন।
চসিকের সাবেক এই প্রশাসক বলেন, এই এলাকার পাশেই বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অবস্থিত। জীবন ও জীবিকার তাগিদে এখানে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার নারী-পুরুষ বসবাস করে। যারা সকাল থেকে সন্ধ্যা অবধি চাকুরির পর খুব কম সময় পান পরিবারের জন্য। তাদের জন্য এ বাজারটি খুবই গুরুত্ব বহন করবে বলেও মন্তব্য করেন তিনি। ক্রেতাদের কাছ থেকে তাই জিনিসপত্রের দাম আদায়ের ক্ষেত্রে দোকানীদের সতর্ক হওয়ারও আহবান জানান তিনি।
১৪ দলের সমন্বয়ক বলেন, এই এলাকার সাথেই হাটা পথের দূরত্ব বঙ্গোসাগরের। আর এলাকার যে সকল ফসলী জমি অবশিষ্ট রয়েছে সেখানে নানা রকম মৌসুমি শাকসবজি উৎপাদন করা হয়। তাই সাগর পাড় বাজারে সমুদ্রের তাজা মাছ এবং স্থানীয়ভাবে উৎপাদিত সীসামুক্ত সবজি পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা সাগর পাড় বাজারকে পলিথিনমুক্ত বাজার হিসেবে দেখতে চাই। কারণ পলিথিন ও প্লাস্টিক হচ্ছে পরিবেশের বড় শত্রু। পলিথিনের কারণেই পরিবেশ দূষণ হচ্ছে, নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দিন শেষে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। তিনি পলিথিনের পরিবর্তে চটের থলে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
খোরশেদ আলম সুজন বাজারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা ড্রেন ও নালায় না ফেলে সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনে ফেলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে নিয়ে তিনি সাগর পাড় বাজার পরিদর্শন করেন। এসময় বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বাজারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল করিমের সভাপতিত্বে এবং বাজার কমিটির পরিচালক সাহেদ বশরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম হাসান মুরাদ। বক্তব্য রাখেন মোরশেদ আলম, আবু নাসের, নুরুল হুদা, আলী আহসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম মেম্বার, আকতার শরীফ, অধ্যক্ষ কামরুল হোসেন, মো. আমিন সওদাগর, মো. ইউনুছ, ওয়াহিদ জিয়া, ইসহাক মেম্বার, মোজাম্মেল হক মেম্বার, আব্দুল্লাহ আল মামুন, এম এ হান্নান রুবেল, আলী আকবর, মোরশেদ আলী, মো. শাহাবুদ্দিন, মো. মনির হোসেন, মো. লিয়াকত, মো. সেলিম, মো. আজাদ, মো. মনজুর আলম, মো. নাসের মিয়া, নুরুল ইসলাম লেদু, মো. নাবেদ, আব্দুল আজিজ প্রমুখ।