শনিবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাগর পাড় বাজার হবে দাম কমানোর সিন্ডিকেট :সুজন

মুক্তি৭১ ডেস্ক

সাগর পাড় বাজার দাম কমানোর সিন্ডিকেট হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরের ৩৮ নম্বর ওয়ার্ডস্থ ধুমপাড়া এলাকায় ইপিজেড পকেট গেট সংলগ্ন সাগর পাড় বাজারের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজন বলেন, বর্তমান সময়ে একটি প্রচলিত শব্দ হচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। কোন একটি জিনিসের চাহিদা বাড়লে সেটাকে সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধি করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। সর্বশেষ ডাবকেও সিন্ডিকেট করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই সব জায়গায় যখন দামের ঊর্ধ্বগতির সিন্ডিকেটের পোয়াবারো ঠিক সেই মুহুর্তে সাগর পাড় বাজার দাম কমানোর সিন্ডিকেট হবে বলে মন্তব্য করেন তিনি।

সাগর পাড় বাজার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে বাজার পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন

তিনি আরো বলেন আমি আশা করবো এ বাজারে মাছ, মাংস, শাকসবজি ও অন্যান্য জিনিসপত্রের দাম অন্য বাজারের চেয়ে তুলনামূলকভাবে কম হবে। কারণ এ বাজারের দোকানিদের কাছ থেকে কোন প্রকার অগ্রিম টাকা নেয়া হয়নি এবং কোন প্রকার মাসিক ভাড়াও আদায় করা হবে না। আবদুল্লাহ আল হাসান মিয়া নামক একজন প্রবাসী সম্পূর্ণ সেবার উদ্দেশ্যে এ বাজারটি প্রতিষ্ঠা করেন।

চসিকের সাবেক এই প্রশাসক বলেন, এই এলাকার পাশেই বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অবস্থিত। জীবন ও জীবিকার তাগিদে এখানে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার নারী-পুরুষ বসবাস করে। যারা সকাল থেকে সন্ধ্যা অবধি চাকুরির পর খুব কম সময় পান পরিবারের জন্য। তাদের জন্য এ বাজারটি খুবই গুরুত্ব বহন করবে বলেও মন্তব্য করেন তিনি। ক্রেতাদের কাছ থেকে তাই জিনিসপত্রের দাম আদায়ের ক্ষেত্রে দোকানীদের সতর্ক হওয়ারও আহবান জানান তিনি।

১৪ দলের সমন্বয়ক বলেন, এই এলাকার সাথেই হাটা পথের দূরত্ব বঙ্গোসাগরের। আর এলাকার যে সকল ফসলী জমি অবশিষ্ট রয়েছে সেখানে নানা রকম মৌসুমি শাকসবজি উৎপাদন করা হয়। তাই সাগর পাড় বাজারে সমুদ্রের তাজা মাছ এবং স্থানীয়ভাবে উৎপাদিত সীসামুক্ত সবজি পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, আমরা সাগর পাড় বাজারকে পলিথিনমুক্ত বাজার হিসেবে দেখতে চাই। কারণ পলিথিন ও প্লাস্টিক হচ্ছে পরিবেশের বড় শত্রু। পলিথিনের কারণেই পরিবেশ দূষণ হচ্ছে, নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দিন শেষে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। তিনি পলিথিনের পরিবর্তে চটের থলে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

খোরশেদ আলম সুজন বাজারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা ড্রেন ও নালায় না ফেলে সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনে ফেলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে নিয়ে তিনি সাগর পাড় বাজার পরিদর্শন করেন। এসময় বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বাজারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল করিমের সভাপতিত্বে এবং বাজার কমিটির পরিচালক সাহেদ বশরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম হাসান মুরাদ। বক্তব্য রাখেন মোরশেদ আলম, আবু নাসের, নুরুল হুদা, আলী আহসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম মেম্বার, আকতার শরীফ, অধ্যক্ষ কামরুল হোসেন, মো. আমিন সওদাগর, মো. ইউনুছ, ওয়াহিদ জিয়া, ইসহাক মেম্বার, মোজাম্মেল হক মেম্বার, আব্দুল্লাহ আল মামুন, এম এ হান্নান রুবেল, আলী আকবর, মোরশেদ আলী, মো. শাহাবুদ্দিন, মো. মনির হোসেন, মো. লিয়াকত, মো. সেলিম, মো. আজাদ, মো. মনজুর আলম, মো. নাসের মিয়া, নুরুল ইসলাম লেদু, মো. নাবেদ, আব্দুল আজিজ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

যুদ্ধ পরিহার করে সমৃদ্ধির জন্য কাজ করুন : জাতিসংঘে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে মানবজাতির কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

বিস্তারিত »

চবিতে আবারও ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

এক দিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই পক্ষ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শাখা ছাত্রলীগের দুপক্ষ সিক্সটি নাইন ও চুজ

বিস্তারিত »

আগামী নির্বাচনও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন

বিস্তারিত »

রাফির মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক তরুণ ও মেধাবী ছাত্রনেতা শহীদ মো. ইরফান উদ্দিন রাফি’র ১০ম মৃত্যুবার্ষিকী পালন করেছে নগরের ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রদল। শুক্রবার (২২ সেপ্টেম্বর)

বিস্তারিত »

চবি ছাত্রলীগের লাগাম টেনে ধরা সময়ের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের লাগাম টেনে ধরা সময়ের দাবি বলে মত প্রকাশ করেছেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ

বিস্তারিত »

এবারের ‘ইত্যাদি’ সাদামাটির পাহাড়ে

আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে

বিস্তারিত »

ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তরুণ, পেটে মিলল লম্বা এক ছুরি

নেপালে এক তরুণের তলপেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১৫ সেন্টিমিটার দীর্ঘ একটি ধারালো ছুরি বের করা হয়েছে। ব্যথা নিয়ে আগের দিন ২২ বছর বয়সী ওই তরুণ

বিস্তারিত »

আজ রাজধানীর দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর দুই প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি। একটি হবে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে, অন্যটি

বিস্তারিত »

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে তাদের সম্মিলিত প্রচেষ্টা আরো বহুগুণ

বিস্তারিত »