মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১, ১৭ রমজান, ১৪৪৬

ভালো কাজ করলে মিলবে খাবার

ভালো কাজের হোটেল

মুক্তি ডেস্ক :

বর্তমানে চট্টগ্রাম নগরীতে হোটেল বা রেস্টুরেন্টের অভাব নেই। বিভিন্ন অলিগলিতে গড়ে উঠছে অসংখ্য রেস্তোরাঁ। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট করতে সেসব রেস্তোরাঁয় বিভিন্ন খাবারের আকর্ষণীয় প্যাকেজেরও কোনো কমতি নেই। ডিসকাউন্ট বা অফারের কারণে সেসব প্যাকেজের প্রতি মানুষের আগ্রহও ব্যাপক।

তারই ভিড়ে এমনও একটি হোটেল আছে যেখানে খেতে গেলে পকেট থেকে কোনো টাকা খরচ হবে না। নাম ‘ভালো কাজের হোটেল’। প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সেই হোটেলে এক বেলা খাবার খেতে গেলে দিনে শুধুমাত্র একটি ভালো কাজ করলেই চলবে। তবে আপনি যদি দিনে কোনো ভালো কাজ নাও করে থাকেন, আপনাকে খালি মুখে সে হোটেল থেকে ফিরে আসতে হবে না। আপনি সেখানে খাবার পাবেন। শর্ত একটাই–পরের দিন আপনাকে অবশ্যই দুইটি ভালো কাজ করতে হবে। একটি ভালো কাজ, বদলে দিতে পারে একটি সমাজ। একটি ভালো কাজ করার সদিচ্ছা দশটি খারাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখে। তেমন একটি উদ্যোগ ‘ভালো কাজের হোটেল’। এ এক অদ্ভুত হোটেল! চট্টগ্রামে পরোপকারি মানবিক একদল তরুণের ভিন্নধর্মী এ কার্যক্রম নজর কাড়ছে সবার। প্রতি শুক্রবার খোলা থাকে এ হোটেল। এখানে খেতে টাকা লাগেনা, যেকোনো একটি ভালো কাজ করলেই খাওয়া যায় পেট ভরে। পথশিশু, ছিন্নমূল, অসহায়, ভবঘুরে মানুষগুলি আসছে, বসছে এবং পেট ভরে খেয়ে যাচ্ছে শুধুমাত্র একটি ভালো কাজ করার কথা বলেই।

আট দশটা হোটেলের মত এখানে চেয়ার, টেবিল কিংবা বিলের আওয়াজ নেই, ওয়েটার বা ক্যাশ কাউন্টারও নেই। নির্দিষ্ট সময়ে একটি খাবারভর্তি গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে নামে স্বেচ্ছাসেবকেরা। কাগজ–কলম হাতে সমবেতদের উদ্দেশে তাদের জানতে চাওয়ার থাকে এ রকম : ‘আপনার নাম কী?’ ‘আপনি কি আজ কোনো ভালো কাজ করেছেন?’। তারপর খেতে আসা মানুষেরা জানায় তাদের দিনের ভালো কাজটা। এরপরই সেই ব্যক্তির কাছে তুলে দেওয়া হয় খাবার। এভাবেই চলে অসহায়– দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ। নেই মাথার উপর ছাদও। খোলা আকাশের নিচে ফুটপাতে বসেই দিব্যি আহার সেরে নেন হোটেলে আসা অতিথিরা। মূলত দিন আনা দিন খাওয়া দুস্থ, অসহায় ও শিশুদের খাবারের ব্যবস্থা করতেই এ হোটেলের যাত্রা শুরু।

ক্ষুধার যন্ত্রণার কারণে সারা বিশ্বের অধিকাংশ মানুষই খারাপ পথ বেছে নেয়– এ বিশ্বাস থেকে, ‘ইয়ুথ ফর বাংলাদেশ’ নামের সংগঠন ভালো কাজের বিনিময়ে খাদ্য বিতরণের উদ্যোগ নেয়। ক্ষুধা ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে দুস্থ মানুষের সেবা করে আসছে। ঢাকায় সংগঠনটি এ কার্যক্রমে আশাপ্রদ সাড়া পায়। এরপর তারা চট্টগ্রামে শুরু করে তাদের কার্যক্রম। তবে এখনো প্রতিদিন খাওয়ানো সম্ভব হচ্ছে না তাদের, প্রতি শুক্রবার তারা আড়াইশ থেকে তিনশ মানুষের আহারের বন্দোবস্ত করে রাত সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যে।

এ হোটেলে খেতে আসা মিরাজ নামে একজন জানান, তিনি সকালে একজন বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করেছেন। অপু নামের আরেক ব্যক্তি জানান, এ উদ্যোগের কথা শোনার পর থেকে তিনি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করছেন।

ভালো কাজের হোটেলের অন্যতম প্রতিষ্ঠাতা আরিফুর রহমান। এ উদ্যোগের পেছনে তার অনুপ্রেরণা নাট্যব্যক্তিত্ব জাহিদ হাসান। ছোটবেলায় তিনি হুমায়ূন আহমেদের ‘সবুজ ছায়া’ নামের নাটকে অভিনেতা জাহিদ হাসানকে দেখেছেন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করতে। সেই ধারণা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি ও তার কিছু বন্ধু ২০০৯ সালে ৫ ডিসেম্বর ঢাকা রেলস্টেশনে ভালো কাজের হোটেল চালু করেন। ২০১৮ সাল পর্যন্ত শুধুমাত্র ঈদ, সরকারি ছুটিগুলোতে পথশিশু, এতিমখানা ও ভবঘুরেদের একবেলা খাওয়ানো হত। ২০১৯ সালে এসে সপ্তাহে একদিন, করোনাকাল থেকে প্রতিদিন খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এ হোটেল পরিচালনার জন্য প্রায় দেড় হাজার সদস্য প্রতিদিন ১০ টাকা জমা দেন। এর মাধ্যমে প্রতি মাসে এ হোটেলের সাড়ে ৪ লাখ টাকার কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া, অনেক শুভাকাঙ্ক্ষীরাও ভালো কাজের হোটেলের জন্য অর্থ অনুদান দিয়ে থাকেন।

ঢাকায় এ হোটেলের ৫টি শাখা আছে। ঢাকার পর চট্টগ্রামের পুরাতন রেলস্টেশনে প্রথম ভালো কাজের হোটেলের শাখা চালু হয়। পরে এম এ আজিজ স্টেডিয়ামের পাশে সেটি স্থানান্তরিত হয়। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খাবার বিতরণের এ কাজ চলে। প্রায় আড়াই হাজার সদস্য ওই শাখার সঙ্গে যুক্ত আছে। তারা প্রত্যেকে হোটেল পরিচালনার জন্য মাসে ৩০০ টাকা জমা করেন। নিবন্ধনের মাধ্যমে সহজেই যে কেউ এই উদ্যোগের অংশ হতে পারে। এ উদ্যোগের রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। ৩ মেনুতে খাবার দেয়া হয়। একবার সাদাভাত, সবজি, ডিম। পরের বার ডিম–খিচুড়ি। তারপরের বার দেয়া হয় চিকেন বিরিয়িানি। এভাবে প্রতি সপ্তাহে রাউন্ড ঘোরানো হয়।

এ কাজে জড়িতরা চান, এ দেশকে সুন্দর রাখতে চাই। দেশ থেকে খারাপ কাজগুলো বিতাড়িত করা তাদের লক্ষ্য। আবার কাউকে যেন খাবারের কষ্টে থাকতে না হয়। তারা চান অসহায় মানুষের পাতে ভাত উঠুক।-আজাদী প্রতিবেদন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

‘কেয়ামতের ফজরেও আ.লীগ রাজনীতি করতে পারবে না’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নবী মুহাম্মদ (স.) যেমন মসজিদের ঈমাম, যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি।

বিস্তারিত »

আন্দরকিল্লায় দুটি সড়কে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য

ব্যাটারি রিকশার দৌরাত্ম্যে নগরীর আন্দরকিল্লা এলাকার দুইটি সড়কে যানবাহন তো দূরের কথা পথচারীর চলাচলও কঠিন হয়ে উঠে। ভয়াবহ রকমের বিশৃঙ্খল অবস্থায় থাকা ব্যাটারি রিকশাগুলো পথচারীদের

বিস্তারিত »

আজ সৈয়দপুর আসবেন বেবী নাজনীন

সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিলে যোগ দেবেন তিনি। সৈয়দপুর

বিস্তারিত »

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৬ নভেম্বর)

বিস্তারিত »

সরকারের নানা উদ্যোগ: ভাঙেনি সিন্ডিকেট, বাজারে অস্বস্তি

নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও স্বস্তি ফেরেনি বাজারে। বাজার স্থিতিশীল রাখতে চাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল ও ডিম আমদানিতে শুল্ক ছাড়, নিত্যপণ্যের বাজার

বিস্তারিত »

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবিতে সনাতন মঞ্চের নেতারা

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন

বিস্তারিত »

নবম বিসিএস ফোরামের সভাপতি আবুল কালাম, মহাসচিব শীষ হায়দার চৌধুরী নবম বিসিএস ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম

বিস্তারিত »

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিল, আটক ৫

নেত্রকোনার পূর্বধলায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে

বিস্তারিত »

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ

বিস্তারিত »