বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫

ভালো কাজ করলে মিলবে খাবার

ভালো কাজের হোটেল

মুক্তি ডেস্ক :

বর্তমানে চট্টগ্রাম নগরীতে হোটেল বা রেস্টুরেন্টের অভাব নেই। বিভিন্ন অলিগলিতে গড়ে উঠছে অসংখ্য রেস্তোরাঁ। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট করতে সেসব রেস্তোরাঁয় বিভিন্ন খাবারের আকর্ষণীয় প্যাকেজেরও কোনো কমতি নেই। ডিসকাউন্ট বা অফারের কারণে সেসব প্যাকেজের প্রতি মানুষের আগ্রহও ব্যাপক।

তারই ভিড়ে এমনও একটি হোটেল আছে যেখানে খেতে গেলে পকেট থেকে কোনো টাকা খরচ হবে না। নাম ‘ভালো কাজের হোটেল’। প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সেই হোটেলে এক বেলা খাবার খেতে গেলে দিনে শুধুমাত্র একটি ভালো কাজ করলেই চলবে। তবে আপনি যদি দিনে কোনো ভালো কাজ নাও করে থাকেন, আপনাকে খালি মুখে সে হোটেল থেকে ফিরে আসতে হবে না। আপনি সেখানে খাবার পাবেন। শর্ত একটাই–পরের দিন আপনাকে অবশ্যই দুইটি ভালো কাজ করতে হবে। একটি ভালো কাজ, বদলে দিতে পারে একটি সমাজ। একটি ভালো কাজ করার সদিচ্ছা দশটি খারাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখে। তেমন একটি উদ্যোগ ‘ভালো কাজের হোটেল’। এ এক অদ্ভুত হোটেল! চট্টগ্রামে পরোপকারি মানবিক একদল তরুণের ভিন্নধর্মী এ কার্যক্রম নজর কাড়ছে সবার। প্রতি শুক্রবার খোলা থাকে এ হোটেল। এখানে খেতে টাকা লাগেনা, যেকোনো একটি ভালো কাজ করলেই খাওয়া যায় পেট ভরে। পথশিশু, ছিন্নমূল, অসহায়, ভবঘুরে মানুষগুলি আসছে, বসছে এবং পেট ভরে খেয়ে যাচ্ছে শুধুমাত্র একটি ভালো কাজ করার কথা বলেই।

আট দশটা হোটেলের মত এখানে চেয়ার, টেবিল কিংবা বিলের আওয়াজ নেই, ওয়েটার বা ক্যাশ কাউন্টারও নেই। নির্দিষ্ট সময়ে একটি খাবারভর্তি গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে নামে স্বেচ্ছাসেবকেরা। কাগজ–কলম হাতে সমবেতদের উদ্দেশে তাদের জানতে চাওয়ার থাকে এ রকম : ‘আপনার নাম কী?’ ‘আপনি কি আজ কোনো ভালো কাজ করেছেন?’। তারপর খেতে আসা মানুষেরা জানায় তাদের দিনের ভালো কাজটা। এরপরই সেই ব্যক্তির কাছে তুলে দেওয়া হয় খাবার। এভাবেই চলে অসহায়– দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ। নেই মাথার উপর ছাদও। খোলা আকাশের নিচে ফুটপাতে বসেই দিব্যি আহার সেরে নেন হোটেলে আসা অতিথিরা। মূলত দিন আনা দিন খাওয়া দুস্থ, অসহায় ও শিশুদের খাবারের ব্যবস্থা করতেই এ হোটেলের যাত্রা শুরু।

ক্ষুধার যন্ত্রণার কারণে সারা বিশ্বের অধিকাংশ মানুষই খারাপ পথ বেছে নেয়– এ বিশ্বাস থেকে, ‘ইয়ুথ ফর বাংলাদেশ’ নামের সংগঠন ভালো কাজের বিনিময়ে খাদ্য বিতরণের উদ্যোগ নেয়। ক্ষুধা ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে দুস্থ মানুষের সেবা করে আসছে। ঢাকায় সংগঠনটি এ কার্যক্রমে আশাপ্রদ সাড়া পায়। এরপর তারা চট্টগ্রামে শুরু করে তাদের কার্যক্রম। তবে এখনো প্রতিদিন খাওয়ানো সম্ভব হচ্ছে না তাদের, প্রতি শুক্রবার তারা আড়াইশ থেকে তিনশ মানুষের আহারের বন্দোবস্ত করে রাত সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যে।

এ হোটেলে খেতে আসা মিরাজ নামে একজন জানান, তিনি সকালে একজন বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করেছেন। অপু নামের আরেক ব্যক্তি জানান, এ উদ্যোগের কথা শোনার পর থেকে তিনি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করছেন।

ভালো কাজের হোটেলের অন্যতম প্রতিষ্ঠাতা আরিফুর রহমান। এ উদ্যোগের পেছনে তার অনুপ্রেরণা নাট্যব্যক্তিত্ব জাহিদ হাসান। ছোটবেলায় তিনি হুমায়ূন আহমেদের ‘সবুজ ছায়া’ নামের নাটকে অভিনেতা জাহিদ হাসানকে দেখেছেন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করতে। সেই ধারণা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি ও তার কিছু বন্ধু ২০০৯ সালে ৫ ডিসেম্বর ঢাকা রেলস্টেশনে ভালো কাজের হোটেল চালু করেন। ২০১৮ সাল পর্যন্ত শুধুমাত্র ঈদ, সরকারি ছুটিগুলোতে পথশিশু, এতিমখানা ও ভবঘুরেদের একবেলা খাওয়ানো হত। ২০১৯ সালে এসে সপ্তাহে একদিন, করোনাকাল থেকে প্রতিদিন খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এ হোটেল পরিচালনার জন্য প্রায় দেড় হাজার সদস্য প্রতিদিন ১০ টাকা জমা দেন। এর মাধ্যমে প্রতি মাসে এ হোটেলের সাড়ে ৪ লাখ টাকার কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া, অনেক শুভাকাঙ্ক্ষীরাও ভালো কাজের হোটেলের জন্য অর্থ অনুদান দিয়ে থাকেন।

ঢাকায় এ হোটেলের ৫টি শাখা আছে। ঢাকার পর চট্টগ্রামের পুরাতন রেলস্টেশনে প্রথম ভালো কাজের হোটেলের শাখা চালু হয়। পরে এম এ আজিজ স্টেডিয়ামের পাশে সেটি স্থানান্তরিত হয়। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খাবার বিতরণের এ কাজ চলে। প্রায় আড়াই হাজার সদস্য ওই শাখার সঙ্গে যুক্ত আছে। তারা প্রত্যেকে হোটেল পরিচালনার জন্য মাসে ৩০০ টাকা জমা করেন। নিবন্ধনের মাধ্যমে সহজেই যে কেউ এই উদ্যোগের অংশ হতে পারে। এ উদ্যোগের রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। ৩ মেনুতে খাবার দেয়া হয়। একবার সাদাভাত, সবজি, ডিম। পরের বার ডিম–খিচুড়ি। তারপরের বার দেয়া হয় চিকেন বিরিয়িানি। এভাবে প্রতি সপ্তাহে রাউন্ড ঘোরানো হয়।

এ কাজে জড়িতরা চান, এ দেশকে সুন্দর রাখতে চাই। দেশ থেকে খারাপ কাজগুলো বিতাড়িত করা তাদের লক্ষ্য। আবার কাউকে যেন খাবারের কষ্টে থাকতে না হয়। তারা চান অসহায় মানুষের পাতে ভাত উঠুক।-আজাদী প্রতিবেদন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পাকিস্তান আমলের ন্যায় আমলা-প্রধান রাজনীতি ও সংসদ, ছাত্রনেতারা ব্রাত্য

রাজনীতিটা রাজনীতিবিদদের হাত থেকে চলে যাচ্ছে। পাকিস্তান আমলে পাঞ্জাবি সামরিক-বেসামরিক আমলা নিয়ন্ত্রিত একটি অশুভ চক্রই পাকিস্তানের রাষ্ট্রক্ষমতায় প্রভুত্ব করতো। পর্দার আড়ালে বসে তারাই ক্ষমতার কলকাঠি

বিস্তারিত »

কক্সবাজার রেললাইন, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু অনেক প্রধানমন্ত্রীর কাজ এক প্রধানমন্ত্রী করে ফেলছেন :

কেউ কি ভেবেছিলো কক্সবাজারে ট্রেন যাবে ? কেউ কি ভেবেছিলো কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গ হবে এবং সেই সুড়ঙ্গ পথই কর্ণফুলীর পানি পাড়ি দিয়ে এপার ওপার

বিস্তারিত »

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে বাস-সিএনজিচালিতঅটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী

বিস্তারিত »

সিটি গেটে বিএনপির ১৪ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার

চট্টগ্রাম নগরের আকবর থানার সিটি গেট এলাকায় মিছিল করার সময় বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে আকবরশাহ থানার পাকা

বিস্তারিত »

এবার ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

মহাসমাবেশে হামলা, বাড়ি বাড়ি তল্লাশি, নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ

বিস্তারিত »

স্বপ্নটি আজ সত্যি হল

খরস্রোতা পদ্মা নদী উথাল পাথাল ঢেউ, এই নদীতে গড়বে সেতু মানছিল না কেউ। নিজের টাকায় পদ্মা সেতু ভাবতেই হতো ভয়, হার না মানা মুজিব কন্যা

বিস্তারিত »

‘হাবু’ যেভাবে ‘কাবু’ হলেন

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলম নতুন জীবনে পা দিলেন। তিনি এখন বিবাহিত। শুক্রবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে নিকট

বিস্তারিত »

মিরসরাইয়ে তিন ফসলি জমিতে বহুতল ভবন কৃষিজমিতে ভবন নির্মাণের অনুমতি দিলো ইউপি চেয়ারম্যান সোনা মিয়া!

‘কিছুতেই এটা করতে পারে না। এসিল্যান্ডকে আপনারাও জানান আমিও বলছি। এটা গুড়িয়ে দেয়া হবে। আমি কৃষিজমিতে কোন ধরণের স্থাপনা নির্মাণ করতে দিবো না।’-ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,

বিস্তারিত »

পহেলা বৈশাখে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়

পুরোনো দিনের ব্যর্থতা, গ্লানি, আর বিভেদ বিভাজন কে পিছনে ফেলে উন্নয়ন-সমৃদ্ধি কামনা এবং নতুন বছর কে বরণের অংশ হিসেবে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়

বিস্তারিত »