ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের ধারাবাহিকতায় বিজয় দিবস সামনে রেখে ক্যাম্পাসে শোভাযাত্রা হয়েছে।
রোববার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে বেলুন উড়িয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শোভাযাত্রার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে জাতীয় সংগীত ও শতবর্ষের ‘থিম সং’ পরিবেশন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ করেছে গত ১ জুলাই। মহামারীর কারণে মূল অনুষ্ঠান কয়েক দফা পিছিয়ে ১ ডিসেম্বর শুরু হয় উদযাপনের আনুষ্ঠানিকতা।
গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের বর্ণাঢ্য আয়োজন উদ্বোধন করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। টানা চারদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের পর মহান বিজয় দিবসকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো শোভাযাত্রা।
বিকেলে আলোচনা সভা শেষে দেশের খ্যাতিমান ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে রাতে রয়েছে জমকালো কনসার্ট।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আতশবাজির প্রদর্শনী ও ‘লেজার শো দিয়ে শতবর্ষ উদযাপন কর্মসূচি শেষ হবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সর্বদাই মানবতার জয়গান প্রতিধ্বনিত হবে, জ্ঞানের আলো প্রস্ফুষ্ঠিত হবে এবং অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিকশিত হবে।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ঢাবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতারাসহ সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নেন।
-বিডিনিউজ